এয়ারফোর্সে গ্রুপ সি কর্মী নিয়োগ

3765
0
Indian Air Force job

ভারতীয় বায়ুসেনাতে কুক, মেস স্টাফ, মাল্টি টাস্কিং স্টাফ, হাউস কিপিং স্টাফ, হিন্দি টাইপিস্ট (Indian Air Force job),

লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টোর কিপার, কার্পেন্টার, পেইন্টার, সুপারিন্টেনডেন্ট স্টোর,

সিভিল মেকানিক ট্রান্সপোর্ট ড্রাইভার পদে ৮৫ জন গ্রুপ সি কর্মী নিয়োগ করা হবে৷

শূন্যপদ: কুক (অর্ডিনারি গ্রেড): ৫, মেস স্টাফ: ৯, মাল্টি টাস্কিং স্টাফ: ১৮, হাউস কিপিং স্টাফ: ১৫, হিন্দি টাইপিস্ট: ৩, লোয়ার ডিভিশন ক্লার্ক: ১০, স্টোর কিপার: ৩,

কার্পেন্টার: ৩, পেইন্টার: ১, সুপারিন্টেনডেন্ট (স্টোর): ১৫, সিভিলিয়ান মেকানিক ট্রান্সপোর্ট ড্রাইভার: ৩৷

যোগ্যতা: সুপারিন্টেনডেন্ট (স্টোর): যে কোনো শাখায় স্নাতক বা সমতুল৷

লোয়ার ডিভিশন ক্লার্ক: দ্বাদশ শ্রেণি পাশ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫ শব্দের গতিতে অথবা হিন্দিতে প্রতি মিনিটে ৩০ শব্দের গতিতে টাইপ করতে হবে৷

হিন্দি টাইপিস্ট: দ্বাদশ শ্রেণি পাশ সঙ্গে প্রতি মিনিটে ৩০ শব্দের গতিতে হিন্দি টাইপিং৷

স্টোর কিপার: দ্বাদশ শ্রেণি পাশ বা সমতুল৷

সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (অর্ডিনারি গ্রেড): ম্যাট্রিকুলেশন বা সমতুল সঙ্গে হালকা বা ভারী যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স৷

কুক (অর্ডিনারি গ্রেড): ম্যাট্রিকুলেশন এবং ক্যাটেরিংয়ে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স৷

পেইন্টার (স্কিল্ড): দশম শ্রেণি পাশ সঙ্গে পেইন্টার ট্রেডে আইটিআই৷

কার্পেন্টার (স্কিল্ড): দশম শ্রেণি পাশ সঙ্গে কার্পেন্টার ট্রেডে আইটিআই৷

হাউস কিপিং স্টাফ: ম্যাট্রিকুলেশন বা সমতুল পাশ৷

মেস স্টাফ: ম্যাট্রিকুলেশন বা সমতুল৷ সবক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ২২ আগস্ট ২০২১ তারিখের মধ্যে৷

বয়সসীমা: ২২ আগস্ট ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে৷   http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_12_2122b.pdf

লিঙ্কে দরখাস্তের বয়ান সহ সম্পূর্ণ নোটিসটি দেখতে পাওয়া যাবে৷ পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স ২২ আগস্টের মধ্যে নির্দিষ্ট পোস্টাল ঠিকানায় পৌছতে হবে৷ পোস্টাল ঠিকানা উপরোক্ত লিঙ্ক থেকে জানা যাবে (Indian Air Force job)৷