ইন্ডিয়ান এয়ার ফোর্সের ওয়েস্টার্ন এয়ার কম্যান্ড ইউনিট, ট্রেনিং কম্যান্ড ইউনিট, মেন্টেন্যান্স কম্যান্ড ইউনিট (indian air force recruitment),
সেন্ট্রাল এয়ার কম্যান্ড ইউনিট, ইস্টার্ন এয়ার কম্যান্ড ইউনিট ও সাদার্ন এয়ার কম্যান্ড ইউনিটে ১৫২৪ জন গ্রুপ সি কর্মী নিয়োগ করা হবে।
ইউনিট অনুযায়ী শূন্যপদ: ওয়েস্টার্ন এয়ার কম্যান্ড ইউনিট: শূন্যপদ ৩৬২, ট্রেনিং কম্যান্ড ইউনিট: ৪০৭,
মেন্টেন্যান্স কম্যান্ড ইউনিট: ৪৭৯, সেন্ট্রাল কম্যান্ড ইউনিট: ১১৬, ইস্টার্ন এয়ার কম্যান্ড ইউনিট: ১৩২, সাদার্ন এয়ার কম্যান্ড ইউনিট: ২৮।
যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি হল: স্টেনোগ্রাফার গ্রেড টু, সুপারিন্টেনডেন্ট স্টোর, কুক, হাউস কিপিং স্টাফ, মেস স্টাফ, হিন্দি টাইপিস্ট,
মাল্টি টাস্কিং স্টাফ, লোয়ার ডিভিশন ক্লার্ক, লন্ড্রিম্যান, সিএস অ্যান্ড এসএমডব্লু, সিএমটিডি (ওজি), কার্পেন্টার, আয়া/ ওয়ার্ড সহায়িকা, পেইন্টার।
বয়সসীমা: ১ মে ২০২১ তারিখে বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
লেখা পরীক্ষায় থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, নিউমেরিক্যাল অ্যাপ্টিটিউড, জেনারেল ইংলিশ, জেনারেল অ্যাওয়্যারনেস। প্রশ্নপত্র থাকবে ইংরেজি ও হিন্দিতে।
আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। খামের উপরে লিখতে হবে ‘APPLICATION FOR THE POST OF …. AND CATEGORY…………’ পূরণ করা আবেদনপত্রের সঙ্গে সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের দুটি ছবি,
নিজের নাম-ঠিকানা লেখা ও ১০টাকার ডাকমাশুল যুক্ত খাম ও যাবতীয় প্রমাণপত্রাদির স্বপ্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে। আবেদনপত্র সহ অন্যান্য নথি পৌঁছতে হবে আগামী ১ মে ২০২১-এর মধ্যে।
আবেদনপত্রের বয়ান সহ সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখতে (indian air force recruitment) ক্লিক করুন