এয়ারফোর্সে ট্রেনিং দিয়ে পুরুষ-মহিলা অফিসার নিয়োগ

459
0
AFCAT Notification 2024

ভারতীয় বিমানবাহিনীতে এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্ট (এএফসিএটি)-০২/২০২৪/এনসিসি স্পেশ্যাল এন্ট্রি কোর্সে প্রশিক্ষণ দিয়ে (Indian Air Force Recruitment)

৩০৪টি শূন্যপদে তরুণ-তরুণী অফিসার নিয়োগ করা হবে শর্ট শার্ভিস কমিশন ও পার্মানেন্ট কমিশনে।

নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ফ্লাইং ব্রাঞ্চের ক্ষেত্রে ১ জুলাই ২০২৫ তারিখের হিসেবে বয়স হতে হবে ২০-২৪ বছরের মধ্যে (জন্মতারিখ ২ জুলাই ১৯৯৯-১ জুলাই ২০০৫)।

জেনারেল ডিউটি (টেকনিক্যাল/ নন-টেকনিক্যাল শাখা)-এর ক্ষেত্রে ১ জুলাই ২০২৫ তারিখের হিসেবে ২০-২৬ বছরের মধ্যে (জন্মতারিখ ২ জুলাই ১৯৯৯-১ জুলাই ২০০৫)।

আবেদনের পদ্ধতি:  https://afcat.cdac.in লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৩০ মে সকাল ১১টা থেকে ২৮ জুন রাত ১১টা পর্যন্ত।

বিস্তারিত বিজ্ঞপ্তিটি ৩০মে থেকে উপরোউক্ত ওয়েবসাইটে দেখা যাবে। আমাদের পোর্টালেও বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। Indian Air Force Recruitment