ইন্ডিয়ান এয়ার ফোর্সে ফ্লাইং ব্র্যাঞ্চ এবং গ্র্যান্ড ডিউটিতে জয়েন করার জন্য এয়ার ফোর্স কমন এডমিশন টেস্ট-২০২১ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
বিজ্ঞপ্তি নম্বর — AFCAT 01/2022।
নির্দিষ্ট যোগ্যতা অনুযায়ী যে কোন ভারতীয় নাগরিক এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। ফ্লাইং ব্র্যাঞ্চের জন্য ৭৭ টি শূন্যপদ,
গ্রাউন্ড ডিউটি (টেকনিক্যাল) পদের জন্য ১০৩ টি শূন্যপদ এবং গ্রাউন্ড ডিউটি (নন-টেক) পদের জন্য ৮৯ টি শূন্যপদ রয়েছে।
এই পরীক্ষায় বসার জন্য উচ্চমাধ্যমিকে ফিজিক্স ও অঙ্ক সহ ৫০% নম্বর থাকতে হবে এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৬০ শতাংশ নম্বর সহ স্নাতক বা বিই/বিটেক যোগ্যতা থাকতে হবে।
চূড়ান্ত বর্ষের প্রার্থীরাও এই পরীক্ষার জন্যে আবেদন করতে পারবেন।
অবিবাহিত মহিলা বা পুরুষ প্রার্থীরাই এই পদের জন্য আবেদন যোগ্য (২৫ বছরের উর্ধ্বে হলে এই শর্ত প্রযোজ্য নয়)।
ফ্লাইং ব্র্যাঞ্চের জন্য বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২০ থেকে ২৪ বছরের মধ্যে অর্থাৎ জন্মতারিখ হতে হবে ২ জানুয়ারি, ১৯৯৯ থেকে ১ জানুয়ারি, ২০০৩ এর মধ্যে।
গ্রাউন্ড ডিউটির জন্য বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২০ থেকে ২৬ বছরের মধ্যে অর্থাৎ জন্মতারিখ হতে হবে ২ জানুয়ারি, ১৯৯৭ থেকে ১ জানুয়ারি, ২০০৩ সালের মধ্যে।
শারীরিক সক্ষমতার পরিমাপের জন্য ১০ মিনিটে ১.৬ কিমি দৌড় এবং ১০ টি পুশ আপ ও ৩ টি চিন আপ করে দেখতে হবে।
আগামী ১ ডিসেম্বর, ২০২১ তারিখ থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হতে চলেছে। আবেদন গ্রহণ চলবে ৩০ ডিসেম্বর, ২০২১ তারিখ পর্যন্ত। জানুয়ারি, ২০২৩ তারিখ থেকে ট্রেনিং শুরু হবে।
আবেদন ফি বা পরীক্ষা ফি হিসাবে প্রার্থীদের ২৫০ টাকা দিতে হবে। (এনসিসি স্পেশাল এন্ট্রির জন্য পরীক্ষা ফি লাগবে না) ।
অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের নিজস্ব ই-মেল আইডি ও ফোন নম্বর থাকতে হবে।
আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য এবং অনলাইনে আবেদন লিংক দেখে নেওয়া যাবে http://www.afcat.cdac.in ওয়েবসাইট থেকে।