Site icon জীবিকা দিশারী

সেনাবাহিনীতে ১৯৪ ধর্মীয় শিক্ষক

indian army recruitment 2022

ভারতীয় সেনাবাহিনীতে ১৯৪ জন ধর্মীয় শিক্ষক নিয়োগ করা হবে। নিচের যোগ্যতার ভারতীয় পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

শূন্যপদ: ক্রমিক সংখ্যা এ: পণ্ডিত: শূন্যপদ ১৭১। ক্রমিক সংখ্যা বি: পণ্ডিত (গোর্খা) গোর্খা রেজিমেন্টের জন্য: ৯। ক্রমিক সংখ্যা সি: গ্রন্থী: ৫। ক্রমিক সংখ্যা ডি: মৌলবি (সুন্নি): ৫। ক্রমিক সংখ্যা ই: মৌলবি (সিয়া): ১। ক্রমিক সংখ্যা এফ: পাদ্রি: ২। ক্রমিক সংখ্যা জি: বৌদ্ধ সন্ন্যাসী (মহাযান): ১।

বয়সসীমা: ১ অক্টোবর ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ২৫-৩৪ বছরের মধ্যে (জন্মতারিখ ১ অক্টোবর ১৯৮৭ থেকে ৩০ সেপ্টেম্বর ১৯৯৬)।

যোগ্যতা: পণ্ডিত ও পণ্ডিত (গোর্খা): হিন্দু হতে হবে সংস্কৃতে আচার্য অথবা সংস্কৃতে শাস্ত্রী সঙ্গে ‘কর্ম কাণ্ড’-এ এক বছরের ডিপ্লোমা।

গ্রন্থী: শিখ প্রার্থী হতে হবে, পাঞ্জাবিতে ‘জ্ঞানী’ উপাধি সহ।

মৌলবি (সুন্নি) এবং মৌলিবি (শিয়া): মুসলিম প্রার্থী হতে হবে, সঙ্গে আরবিতে মৌলবি আলিম বা উর্দুতে আদিব আলিম।

পাদ্রি: খ্রিস্টান হতে হবে, ‘প্রিস্টহুড’ পেয়ে এখনও স্থানীয় বিশপ তালিকাভুক্ত থাকা দরকার।

বৌদ্ধ সন্ন্যাসী (মহাযান): বৌদ্ধ সন্ন্যাসীরা আবেদন করতে পারবেন।

শারীরিক প্রতিবন্ধী: উচ্চতা ১ সেন্টিমিটার (গোর্খা ও লাদাখের বাসিন্দাদের ক্ষেত্রে ১৫৭ সেন্টিমিটার)। বুকের ছাতি ৭৭ সেন্টিমিটার। ওজন ৫০ কেজি (গোর্খাদের ৪৮)।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা, ফিজিক্যাল ফিটনেস টেস্ট ও মেডিকেল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের পদ্ধতি: www.joinindianarmy.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। গোর্খা, মুসলিম শিয়া ও বৌদ্ধ সন্ন্যাসীদের নির্দিষ্ট বয়ানে অফলাইনে আবেদন করতে হবে, বিস্তারিত জানা যাবে উপরোক্ত ওয়েবসাইট থেকে। অনলাইন আবেদন করা যাবে আগামী ৯ ফেব্রুয়ারি বিকাল ৫টা পর্যন্ত।

 

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল

Exit mobile version