এনসিসি যোগ্যতায় আর্মিতে নিয়োগ

82
0
Indian Army NCC Special Entry

এনসিসি স্পেশ্যাল এন্ট্রি স্কিমে (৫৮তম কোর্স) আর্মিতে এনসিসি মেন ও এনসিসি উইমেন শাখায় অবিবাহিত তরুণ-তরুণী নিয়োগ করা হবে Indian Army NCC Special Entry।

শিক্ষাগত যোগ্যতা: যে-কোনো বিষয়ে ৫০ শতাংশ নম্বর নিয়ে গ্র্যাজুয়েশন এবং

এনসিসিতে ‘সি’ সার্টিফিকেট (এনসিসির সিনিয়র ডিভিশন/ উইংয়ে অন্তত ২ বছরের সার্ভিস) থাকতে হবে।

যুদ্ধে নিহত সমরকর্মীর সন্তানদের এনসিসিতে ‘সি’ সার্টিফিকেট না থাকলেও আবেদন করা যাবে।

পূর্ব বর্ধমানে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ

আবেদনের পদ্ধতি:  www.joinindianarmy.nic.in পোর্টালে গিয়ে নিজের নাম রেজিস্টার করতে হবে।

তারপর আবার রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে ঢুকে ফর্ম পূরণ করতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ১৪ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত।

অন্যান্য প্রাসঙ্গিক তথ্যা ১৪ ফেব্রুয়ারি থেকে ইন্ডিয়ান আর্মির ওয়েবসাইট থেকে জানা যাবে। Indian Army NCC Special Entry

আমাদের জীবিকা দিশারী ওয়েবসাইটেও বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।