আর্মিতে ৩৮১ পুরুষ-মহিলা ইঞ্জিনিয়ার নিয়োগ

610
0
Indian Army Recruitment 2024

৬৩ তম শর্ট সার্ভিস কমিশন টেকনিক্যাল কোর্সে ট্রেনিং দিয়ে অবিবাহিত তরুণ Indian Army Recruitment 2024

এবং ৩৪ তম শর্ট সার্ভিস কমিশন টেকনিক্যাল কোর্সে ট্রেনিং দিয়ে অবিবাহিত তরুণী (যুদ্ধে নিহত সৈনিকের স্ত্রী সহ) গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার নিয়োগ করবে ভারতীয় সেনাবাহিনী।

অন্তিম বর্ষের ছাত্র-ছাত্রীরাও আবেদন করতে পারবেন।

যোগ্যতা: সংশ্লিষ্ট ডিসিপ্লিনে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

বয়স: ১ অক্টোবর ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ২০-২৭ বছর (জন্মতারিখ ২ অক্টোবর ১৯৯৭ থেকে ১ অক্টোবর ২০০৪)।

(খ) যুদ্ধে নিহত সৈনিকের স্ত্রীদের জন্য একটি নন-টেকনিক্যাল এবং একটি টেকনিক্যাল পদ আছে। তাঁদের বয়স ১ অক্টোবর ২০২৪ তারিখে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

শারীরিক মাপজোক: পুরুষদের ক্ষেত্রে ন্যূনতম ১৫৭.৫ সেন্টিমিটার উচ্চতা হওয়া দরকার।

সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। শরীরে স্থায়ী ট্যাটু বা উল্কি থাকলে সেব্যাপারে কিছু শর্ত রয়েছে যা আর্মির ওয়েবসাইটে জানা যাবে।

মাধ্যমিক যোগ্যতায় পুরসভায় কর্মী নিয়োগ

ট্রেনিংয়ের সময়সীমা: ৪৯ সপ্তাহের ট্রেনিং। চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে।

ট্রেনিং চলাকালীনও বিয়ে করা চলবে না।

রেলে লোকো পাইলট নিয়োগ

স্টাইপেন্ড এবং মূল বেতন: ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড দেওয়া হবে মাসে ৫৬,১০০ টাকা।

মূল বেতন শুরুতে লেফটেন্যান্ট র‍্যাঙ্কে মাসে ৫৬,১০০-১,৭৭,৫০০ টাকা, সঙ্গে অন্যান্য সামরিক ও সরকারি ভাতা। পদোন্নতি অনুযায়ী বেতন বাড়বে।

প্রার্থিবাছাই পদ্ধতি: আবেদনকারীদের মেধার উপর ভিত্তি করে কাট-অফ মার্কস ঠিক করা হবে।

সেই অনুযায়ী মেধাতালিকা তৈরি করা হবে। যোগ্য প্রার্থীদের এসএসবির সাক্ষাৎকারে ডাকা হবে।

হিন্দুস্তান কপারে ইঞ্জিনিয়ার ট্রেনি

আবেদন পদ্ধতি: www.joinindianarmy.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

আবেদন করা যাবে ২১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ দুপুর ৩টে পর্যন্ত। Indian Army Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন