আর্মিতে ৯০ অফিসার নিয়োগ

635
0
Indian Army TGC Recruitment

ইঞ্জিনিয়ারিং কোর্স করিয়ে ৯০ জন তরুণ অফিসার নেবে ভারতীয় সেনাবাহিনী। ১০+২ টেকনিক্যাল এন্ট্রি স্কিম (টিইএস) কোর্স-৫০-এর মাধ্যমে। Indian Army TES 50 recruitment

ক্যাডেট হিসাবে স্টাইপেন্ড সহ জওহরলাল ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড ৫ বছরের (৮ সেমেস্টার) ওই কোর্স ও ট্রেনিং শেষ হলে নিয়োগ হবে পার্মানেন্ট কমিশনে।

আবেদন করতে হবে অনলাইনে। এই সুযোগ শুধু অবিবাহিত পুরুষদের জন্য।

মোট শূন্যপদ: ৯০টি। তবে ট্রেনিংয়ের উপর নির্ভর করে এই সংখ্যার পরিবর্তন হতে পারে।

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক (১০+২) বা সমতুল পাশ, তবে ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথমেটিক্স

বিষয়ে মোট ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। প্রার্থীকে জেইই (মেইন) ২০২৩ পরীক্ষায় হাজির থাকতে হবে।

কলকাতার বিড়লা মিউজিয়ামে কাজের সুযোগ

বয়সসীমা: কোর্স শুরুর মাসের এক তারিখের হিসাবে বয়স হতে হবে সাড়ে ১৬ থেকে সাড়ে ১৯ বছরের মধ্যে।

অর্থাৎ জন্মতারিখ ২ জুলাই, ২০০৪ তারিখে বা তার পর থেকে ১ জুলাই ২০০৭ তারিখে বা তার আগে।

ট্রেনিং: প্রথমে ৪২তম ব্যাচে ৫ বছরের কোর্স। প্রথম বছরে ট্রেনিং হবে গয়ার অফিসারস’ ট্রেনিং অ্যাকাডেমিতে।

তারপর টেকনিক্যাল ট্রেনিং হবে চার বছরের, দুটি ধাপে। তাতে ফেজ-ওয়ানের ট্রেনিং তিন বছরের।

ট্রেনিং চলবে সিএমই পুণে, এমসিটিই মাউ ও এমসিইএমই সেকেন্দ্রাবাদে।

ফেজ-২ ট্রেনিং এক বছরের। উপরের তিনটি জায়গায় ট্রেনিং হবে। ট্রেনিং শেষে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেওয়া হবে।

ট্রেনিংয়ের বইপত্র সহ সমস্ত খরচ সরকার বহন করবে।

পুরুলিয়ায় লাইব্রেরিয়ান নিয়োগ

স্টাইপেন্ড, বেতন: ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ৫৬১০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে, তৃতীয় বছরের পর।

চার বছর ট্রেনিং শেষ হওয়ার পর প্রথমে লেফটেন্যান্ট র‍্যাঙ্কে বেতন, পরে পদোন্নতি হলে সেইমতো বেতন ও অন্যান্য প্রাসঙ্গিক ভাতা বাড়বে।

প্রার্থী নির্বাচন: প্রার্থী বাছাই করবে সার্ভিসেস সিলেকশন বোর্ড। প্রাথমিকভাবে বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকা হবে।

ইন্টারভিউ হবে এলাহাবাদ, ভোপাল, বেঙ্গালুরু অথবা কাপুরথালায়। ইন্টারভিউ চলবে পাঁচ দিন ধরে,

সেভাবেই তৈরি হয়ে নিজের থাকা-খাওয়ার ব্যবস্থা করতে হবে। সাইকোলজিক্যাল টেস্ট, গ্রুপ টেস্ট ও ইন্টারভিউ হবে।

প্রথম ধাপে সফল হলে দ্বিতীয় ধাপের পরীক্ষা দেওয়া যাবে। সফল না হলে ওই দিনই ফেরত পাঠিয়ে দেওয়া হবে।

দক্ষিণ পূর্ব মধ্য রেলে অ্যাপ্রেন্টিস

আবেদনের পদ্ধতি: www.joinindianarmy.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ৩০ জুন ২০২৩ তারিখ রাত ১২টা পর্যন্ত।

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

Indian Army TES 50 recruitment