ইঞ্জিনিয়ারিং কোর্স করিয়ে ৯০ জন তরুণ অফিসার নেবে ভারতীয় সেনাবাহিনী। ১০+২ টেকনিক্যাল এন্ট্রি স্কিম (টিইএস) কোর্স-৫২-এর মাধ্যমে। Indian Army TES 52 Notification
ক্যাডেট হিসাবে স্টাইপেন্ড সহ জওহরলাল ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড ৫ বছরের (৮ সেমেস্টার) ওই কোর্স ও ট্রেনিং শেষ হলে নিয়োগ হবে পার্মানেন্ট কমিশনে।
আবেদন করতে হবে অনলাইনে। এই সুযোগ শুধু অবিবাহিত পুরুষদের জন্য।
মোট শূন্যপদ: ৯০টি। তবে ট্রেনিংয়ের উপর নির্ভর করে এই সংখ্যার পরিবর্তন হতে পারে।
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক (১০+২) বা সমতুল পাশ, তবে ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথমেটিক্স বিষয়ে মোট ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।
প্রার্থীকে জেইই (মেইন) ২০২৪ পরীক্ষায় হাজির থাকতে হবে।
বয়সসীমা: কোর্স শুরুর মাসের এক তারিখের হিসাবে বয়স হতে হবে সাড়ে ১৬ থেকে সাড়ে ১৯ বছরের মধ্যে।
অর্থাৎ জন্মতারিখ ২ জুলাই, ২০০৫ তারিখে বা তার পর থেকে ১ জুলাই ২০০৮ তারিখে বা তার আগে।
ট্রেনিং: প্রথমে ৫ বছরের কোর্স। প্রথম বছরে ট্রেনিং হবে গয়ার অফিসারস’ ট্রেনিং অ্যাকাডেমিতে।
তারপর টেকনিক্যাল ট্রেনিং হবে চার বছরের, দুটি ধাপে। তাতে ফেজ-ওয়ানের ট্রেনিং তিন বছরের।
ট্রেনিং চলবে সিএমই পুণে, এমসিটিই মাউ ও এমসিইএমই সেকেন্দ্রাবাদে।
ফেজ-২ ট্রেনিং এক বছরের। উপরের তিনটি জায়গায় ট্রেনিং হবে। ট্রেনিং শেষে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেওয়া হবে।
স্টাইপেন্ড দেওয়া হবে, তৃতীয় বছরের পর।
চার বছর ট্রেনিং শেষ হওয়ার পর প্রথমে লেফটেন্যান্ট র্যাঙ্কে বেতন, পরে পদোন্নতি হলে সেইমতো বেতন ও অন্যান্য প্রাসঙ্গিক ভাতা বাড়বে।
প্রার্থী নির্বাচন: প্রার্থী বাছাই করবে সার্ভিসেস সিলেকশন বোর্ড। প্রাথমিকভাবে বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকা হবে।
ইন্টারভিউ হবে এলাহাবাদ, ভোপাল, বেঙ্গালুরু অথবা কাপুরথালায়। ইন্টারভিউ চলবে পাঁচ দিন ধরে,
সেভাবেই তৈরি হয়ে নিজের থাকা-খাওয়ার ব্যবস্থা করতে হবে। সাইকোলজিক্যাল টেস্ট, গ্রুপ টেস্ট ও ইন্টারভিউ হবে।
প্রথম ধাপে সফল হলে দ্বিতীয় ধাপের পরীক্ষা দেওয়া যাবে। সফল না হলে ওই দিনই ফেরত পাঠিয়ে দেওয়া হবে।
আবেদনের পদ্ধতি: www.joinindianarmy.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।
অনলাইন আবেদন করা যাবে ১৩ জুন ২০২৪ তারিখ পর্যন্ত। Indian Army TES 52 Notification