আর্মিতে ৪০ ইঞ্জিনিয়ার

2397
0
Indian army tgc recruitment

আর্মির টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সে (টিজিসি-১৩৪) (জানুয়ারি-২০২২) ট্রেনিং দিয়ে ৪০ জন অফিসার নিয়োগ করবে ইন্ডিয়ান আর্মি (Indian army tgc recruitment)।

নিয়োগ হবে পার্মানেন্ট সার্ভিস কমিশনে। অবিবাহিত পুরুষ ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েটরা নিচের মতো যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন।

বেতনক্রম: শুরুতে লেফটেন্যান্ট র‍্যাঙ্কে পে স্কেল ১০ অনুযায়ী মূল বেতনক্রম ৫৬১০০-১৭৭৫০০ টাকা।

পরে পদোন্নতি হলে ক্যাপ্টেন র‍্যাঙ্কে পে স্কেল ১০বি অনুযায়ী বেতনক্রম ৬১৩০০-১৯৩৯০০ টাকা।

মেজর র‍্যাঙ্কে উন্নতি হলে তখন পে স্কেল ১১ অনুযায়ী বেতনক্রম ৬৯৪০০-২০৭২০০ টাকা।

এইভাবে র‍্যাঙ্ক অনুযায়ী বেতন ও গ্রেড পে বাড়বে। সঙ্গে অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা।

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট শাখায় ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট। যাঁরা চূড়ান্ত বর্ষে পড়ছেন বা যাঁরা পরীক্ষা দিয়েছেন বা যাঁরা পরীক্ষা দেবেন তাঁরাও আবেদন করতে পারবেন।

তবে তাঁদের ক্ষেত্রে চূড়ান্ত বর্ষের সমস্ত পরীক্ষা যেমন, লিখিত পরীক্ষা, ব্যাবহারিক পরীক্ষা, ভাইভা, প্রোজেক্ট, ব্যাকলগ সবকিছু ১ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে

শেষ করে থাকতে হবে এবং ট্রেনিং শুরুর ১২ সপ্তাহের মধ্যে রেজাল্ট দাখিল করতে হবে।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২২ তারিখে বয়স হতে হবে ২০ থেকে ২৭ অর্থাৎ জন্মতারিখ ২ জানুয়ারি ১৯৯৫ থেকে ১ জানুয়ারি ২০০২ তারিখের মধ্যে।

ট্রেনিং: ট্রেনিং চলবে ১ বছর দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে।

আবেদন পদ্ধতি: www.joinindianarmy.nic.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে।

সঠিক ভাবে পূরণ করা আবেদন পত্র সাবমিট করার পর একটি রোল নম্বর পাবেন। সেটি নোট করে নেবেন।

আবেদন জমা দেওয়ার পর তার দুকপি প্রিন্ট-আউট নেবেন। এককপি প্রিন্ট-আউটে সঠিক জায়গায় সই করবেন ও নির্দিষ্ট জায়গায় একটি স্বপ্রত্যয়িত পাসপোর্ট মাপের ছবি সাঁটিয়ে দেবেন।

দুকপি প্রিন্ট-আউট ও শিক্ষাগত যোগ্যতার সমস্ত নথিপত্র ও সেগুলির স্বপ্রত্যয়িত ফটোকপি পরীক্ষা তথা ইন্টারভিউয়ের সময় নিয়ে যেতে হবে।

প্রিন্ট-আউটের একটি কপি প্রমাণপত্র হিসাবে প্রার্থীকে ফিরিয়ে দেওয়া হবে।

অনলাইনে আবেদন করা যাবে ১৫ সেপ্টেম্বর ২০২১ দুপুর ৩টে পর্যন্ত (Indian army tgc recruitment)৷

নোটিসটি দেখতে ক্লিক করুন