আর্মিতে আইন স্নাতকদের জন্য ৮

schedule
2020-10-16 | 14:51h
update
2020-10-16 | 14:51h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

ভারতীয় সেনাবাহিনীর জাজেস’ অ্যাডভোকেট জেনারেল (জ্যাগ) এন্ট্রি স্কিমের মাধ্যমে অবিবাহিত ৫ জন পুরুষ এবং ৩ জন মহিলা আইনজ্ঞ নিয়োগ করা হবে। শর্ট সার্ভিস কমিশনে নিয়োগ, তার আগে ট্রেনিং হবে ২৬তম এপ্রিল ২০২১ কোর্সে।

শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিকের পর ৫ বছরের কোর্সে বা গ্র্যাজুয়েশনের পর ৩ বছরে কোর্সে এলএলবি পড়ে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর পেয়ে পাশ। রাজ্য বা কেন্দ্রীয় বার কাউন্সেলিংয়ে অ্যাডভোকেট হিসাবে নাম নথিভুক্ত হবার যোগ্য হতে হবে।
বয়স: ১-১-২০২১ অনুযায়ী ২১ থেকে ২৭ বছরের মধ্যে (অর্থাৎ জন্মতারিখ ২-১-১৯৯৪ থেকে ১-১-২০০০)।
শারীরিক মাপজোক: পুরুষদের ক্ষেত্রে ন্যূনতম ১৫৭.৫ সেন্টিমিটার উচ্চতা হওয়া দরকার, সেই অনুপাতে ওজন। মহিলাদের উচ্চতা ১৫২ কেজি, ওজন ৪২ কেজি। উত্তর-পূর্বাঞ্চলের প্রার্থীরা উচ্চতায় ৫ সেমি ও ওজনেও সে অনুপাতে ছাড় পাবেন। শারীরিক ও মানসিক স্বাস্থ্যও উপযুক্ত হতে হবে। শরীরে স্থায়ী ট্যাটু বা উল্কি থাকলে সেব্যাপারে কিছু শর্ত রয়েছে যা ওয়েবসাইটে জানা যাবে।
শারীরিক সক্ষমতার জন্য চর্চা করা যেতে পারে ১৫ মিনিটে ২.৪ কিমি দৌড়, ১৩টা পুশ-আপ, ২৫টা উঠ-বস, ৬টা চিন-আপ, ৩-৪ মিটার রোপক্লাইম্বিং।
ট্রেনিং-এর সময়সীমা: ৪৯ সপ্তাহ ট্রেনিং। চেন্নাইয়ের অফিসার্স’ ট্রেনিং অ্যাকাডেমিতে। ট্রেনিং চলাকালীনও বিয়ে করা চলবে না।
স্টাইপেন্ড এবং মূল বেতন: ট্রেনিং চলাকালীন লেডি বা জেন্টলম্যান ক্যাডেট হিসাবে স্টাইপেন্ড দেওয়া হবে মাসে মোট ৫৬,১০০ টাকা।
ট্রেনিং শেষে মূল বেতন শুরুতে লেফটেন্যান্ট র‍্যাঙ্কে মাসে ৫৬,১০০-১,৭৭,৫০০ টাকা, সঙ্গে অন্যান্য সামরিক পে ও সরকারি ভাতা (যেমন মিলিটারি সার্ভিস পে ১৫৫০০ টাকা)। পদোন্নতি অনুযায়ী বেতন বাড়বে।
প্রার্থিবাছাই পদ্ধতি: আবেদনকারীদের মেধার উপর ভিত্তি করে কাট-অফ মার্কস ঠিক করা হবে। সেই অনুযায়ী মেধাতালিকা তৈরি করা হবে। যোগ্য প্রার্থীদের এসএসবির সাক্ষাৎকারে ডাকা হবে। এলাহাবাদ, ভোপাল, বেঙ্গালুরু বা কপুরথালাতে এই সাক্ষাৎকার নেওয়া হবে।
আবেদন পদ্ধতি: http://www.joinindianarmy.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ১১ নভেম্বর দুপুর ৩টে পর্যন্ত।
https://joinindianarmy.nic.in/officers-notifications.htm লিংকে গিয়ে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করা যাবে।

Advertisement

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.04.2024 - 00:16:57
Privacy-Data & cookie usage: