Site icon জীবিকা দিশারী

ইন্ডিয়ান ইকোনমিক ও স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসে ২৬

Current Affairs 24th November

ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস/ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস পরীক্ষা ২০২১-এর মাধ্যমে ২৬ জন অফিসার নিয়োগ করা হবে (indian economic service) ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসে (ইউপিএসসির এগজামিনেশন নোটিস নম্বর: 06/2021-IES/ISS)।

শূন্যপদ: ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিসে শূন্যপদ ১৫। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসে ১১।

যোগ্যতা: ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস: ইকোনমিক্স/ অ্যাপ্লায়েড ইকোনমিক্স/ বিজনেস ইকোনমিক্স/ ইকোনোমেট্রিক্সে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি।

বয়সসীমা: ১ আগস্ট ২০২১ তারিখে বয়স হতে হবে ২১-৩০ বছরের মধ্যে (জন্মতারিখ ২ আগস্ট ১৯৯১ থেকে ১ আগস্ট ২০০০)।

ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস: ব্যাচেলর ডিগ্রি সঙ্গে স্ট্যাটিস্টিক্স/ ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স/ অ্যাপ্লায়েড

স্ট্যাটিস্টিক্স একটি বিষয় হিসেবে থাকতে হবে অথবা স্ট্যাটিস্টিক্স/ ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স/ অ্যাপ্লায়েড স্ট্যাটিস্টিক্সে মাস্টার ডিগ্রি।

প্রার্থী বাছাই পদ্ধতি: পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

পরীক্ষার সিলেবাস ও অন্যান্য বিষয় সম্পর্কে বিস্তারিত জানা যাবে www.upsc.gov.in ওয়েবসাইট থেকে।

ফি: ২০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.upsconline.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত। পরীক্ষার দিন সচিত্র পরিচয়পত্র (আধার কার্ড/ ভোটার কার্ড/ প্যান কার্ড/ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স/ কেন্দ্র বা রাজ্য সরকারের ই্স্যু করা ফোটো আইডি কার্ড) নিয়ে যেতে হবে (indian economic service)।

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

কোথায় কোন কোন চাকরির আবেদন চলছে দেখতে ক্লিক করুন

Exit mobile version