ভারতীয় জাদুঘরে কর্মী নিয়োগ

406
0
Indian Museum Recruitment 2024

ইন্ডিয়ান মিউজিয়ামে হিন্দি ট্রান্সলেটর, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, মডেলার, গাইড লেকচারার (জুলজি) নিয়োগ করা হবে। Indian Museum Recruitment 2024

ভ্যাকান্সি নম্বর- ০২/২০২৪।

বেতনঃ লেভেল ৫ অনুযায়ী ২৯২০০-৯২৩০০ টাকা।

যোগ্যতাঃ হিন্দি ট্রান্সলেটরঃ হিন্দিতে স্নাতক বা সমতুল সঙ্গে অন্তত পাঁচ বছর ট্রান্সলেশনের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

হিন্দিতে প্রতি মিনিটে ৩০ শব্দের গতিতে টাইপিং স্পিড থাকতে হবে।

অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ানঃ অ্যানসেন্ট ইন্ডিয়ান হিস্ট্রি বা অ্যানথ্রোপলজি বা আর্কিওলজিতে মাস্টার ডিগ্রি। লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা।

মডেলারঃ মাধ্যমিক বা সমতুল পাশ। মডেলিংয়ে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

গাইড লেকচারার (জুলজি)- জুলজিতে মাস্টার ডিগ্রি।

বয়সঃ ১৪ অক্টোবর ২০২৪ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

রাজ্যে স্বাস্থ্যকর্মী নিয়োগ

আবেদনের পদ্ধতিঃ আবেদন করতে হবে নির্দিষ্ট দরখাস্তে। https://indianmuseumkolkata.org ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করতে হবে।

রাজ্য পুলিশে নিয়োগ

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে The Director-in-charge, Indian Museum,

27, Jawaharlal Nehru Road, Kolkata- 700016 ঠিকানায়।

পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে ১৪ অক্টোবর ২০২৪ তারিখ বিকাল ৫টার মধ্যে। Indian Museum Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন