নেভিতে ১১৫৯ ট্রেডসম্যান মেট নিযোগ

2621
0
Tradesman

ইন্ডিয়ান নেভির ইস্টার্ন, ওয়েস্টার্ন ও সাদার্ন ন্যাভাল কম্যান্ডে ১১৫৯ জন ট্রেডসম্যান মেট (Indian Navy) নিয়োগ করা হবে ইন্ডিয়ান নেভি সিভিলিয়ান এন্ট্রান্স টেস্টের মাধ্যমে (INCET-TMM-01/2021)।

শূন্যপদ: ইস্টার্ন ন্যাভাল কম্যান্ড: ৭১০ (অসংরক্ষিত ৩০৩, তপশিলি জাতি ১১৬, তপশিলি উপজাতি ৫৭, ওবিসি ১৬৩, ইডব্লুএস ৭১),

এইসবের মধ্যে ৭১টি প্রাক্তন সেনাকর্মী ও ২৫টি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত।

ওয়েস্টার্ন ন্যাভাল কম্যান্ড: ৩২৪ (অসংরক্ষিত ১৩৩, তপশিলি জাতি ৪৮, তপশিলি উপজাতি ২৪, ওবিসি ৮৭, ইডব্লুএস ৩২), এইসবের মধ্যে ৩২টি  প্রাক্তন সেনাকর্মী  ও ১৩টি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত।

সাদার্ন ন্যাভাল কম্যান্ড: ১২৫ (অসংরক্ষিত ৫৭, তপশিলি জাতি ১৬, তপশিলি উপজাতি ২, ওবিসি ৩৭, ইডব্লুএস ১৩), এইসবের মধ্যে ১২টি প্রাক্তন সেনাকর্মী ও ৫টি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত।

বেতনক্রম: লেভেল ১ অনুযায়ী ১৮০০০-৫৬৯০০ টাকা।

বয়সসীমা: ৭ মার্চ ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড/ ইনস্টিটিউট থেকে দশম শ্রেণি/সমতুল উত্তীর্ণ সঙ্গে আইটিআই সার্টিফিকেট।

প্রার্থী বাছাই পদ্ধতি: কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষা ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

অনলাইন পরীক্ষায় থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং (২৫ নম্বর), নিউমেরিক্যাল অ্যাপ্টিটিউড/ কোয়ান্টিটেটিভ এবিলিটি (২৫ নম্বর),

জেনারেল ইংলিশ অ্যান্ড কম্প্রিহেনশন (২৫ নম্বর, জেনারেল অ্যাওয়্যারনেস (২৫ নম্বর)।

বিস্তারিত সিলেবাস জানা যাবে www.joinindiannany.gov.in বা www.indiannavy.nic.in ওয়েবসাইট থেকে।

আবেদনের ফি: ২০৫ টাকা সঙ্গে সার্ভিস চার্জ। নেট ব্যাঙ্কিং/ ভিসা/ মাস্টার কার্ড/ রুপে ক্রেডিট/ ডেবিট কার্ড/ ইউপিআইয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.joinindiannany.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত বিকাল ৫টা পর্যন্ত (Indian Navy)।

http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10702_92_2021b.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে।

`রাইস ট্যালেন্ট স্কলারশিপ টেস্ট’-এ রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন

আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্লিক করুন

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল