মাধ্যমিক যোগ্যতায় নেভিতে নিয়োগ

4779
0
Indian Navy Tradesman Mate

ভারতীয় নৌবাহিনীতে ম্যাট্রিক রিক্রুটমেন্ট এপ্রিল ২০২২ ব্যাচে ট্রেনিং দিয়ে ৩০০ স্টুয়ার্ড, শেফ এবং হাইজিনিস্ট নিয়োগ করা হবে (Indian navy job)।

যোগ্যতা: মাধ্যমিক পাশ যোগ্যতার অবিবাহিত পুরুষরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: জন্মতারিখ হতে হবে ১ এপ্রিল ২০০২ থেকে ৩১ মার্চ ২০০৫-এর মধ্যে (উভয় দিন ধরে)।

বেতনক্রম: ট্রেনিং চলাকালীন প্রতিমাসে ১৪,৬০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।

ট্রেনিং শেষে বেতনক্রম হবে ২১,৭০০-৬৯,১০০ টাকা। সঙ্গে ৫২০০ টাকা মিলিটারি সার্ভিস পে এবং ডিএ। র‍্যাঙ্কে উন্নতির সঙ্গে বেতনক্রম বাড়বে।

প্রার্থী বাছাই পদ্ধতি: লিখিত পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা

এবং ডাক্তারি পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

শারীরিক মাপজোক: খেলাধুলা, সাঁতার ও পাঠ্যাতিরিক্ত ক্রিয়াকলাপে দক্ষতা থাকা বাঞ্ছনীয়।

ন্যূনতম উচ্চতা দরকার ১৫৭ সেন্টিমিটার। সেই সঙ্গে উপযুক্ত বুকের ছাতির মাপ ও বয়স অনুযায়ী ওজন থাকতে হবে।

বুকের ছাতি অন্তত ৫ সেমি ফোলাতে হবে। ভাঙা হাঁটু, চ্যাটালো পায়ের পাতা ইত্যাদি কোনোরকম শারীরিক বা

মানসিক ত্রুটি বা এই কাজের পক্ষে অসুবিধাজনক কোনো রোগব্যাধি থাকলেও আবেদন করা যাবে না।

স্টুয়ার্ড ও শেফ পদের জন্য চশমা ছাড়া দূরের দৃষ্টিশক্তি হতে হবে ভালো চোখে ৬/৩৬,

খারাপ চোখে ৬/৩৬ এবং চশমা থাকলে ভালো চোখে ৬/৯ ও খারাপ চোখে ৬/১২।

হাইজিনিস্ট পদের জন্য চশমা ছাড়া দূরের দৃষ্টিশক্তি হতে হবে ভালো চোখে ৬/৬০, খারাপ চোখে ৬/৬০

এবং চশমা থাকলে ভালো থাকলে ভালো চোখে ৬/৯, খারাপ চোখে ৬/২৪।

বর্ণান্ধ বা রাতকানা হলে আবেদন করা যাবে না।

ট্রেনিং: প্রশিক্ষণ শুরু হবে এপ্রিল ২০২২ থেকে। ১৫ সপ্তাহের বেসিক ট্রেনিং হবে আইএনএস চিল্কাতে।

নিয়োগ হবে প্রাথমিকভাবে ১৪ বছরের জন্য।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইনে। www.joinindiannavy.gov.in  ওয়েবসাইটের মাধ্যমে।

ওয়েবসাইটের হোম পেজে নিজের ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রি করতে হবে,

তারপর ইমেল আইডি দিয়ে লগইন করে কারেন্ট অপরচুনিটিজ লিঙ্কে Apply বাটনে ক্লিক করতে হবে।

আবেদন করা যাবে ২ নভেম্বর ২০২১ তারিখ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে (Indian navy job)।

নোটিসটি দেখতে ক্লিক করুন