নেভিতে বিই/ বিটেক পড়ুয়া নিয়োগ

145
0
Indian Navy Recruitment 2024

ইন্ডিয়ান নেভিতে ক্যাডেট এন্ট্রি স্কিমে (পার্মানেন্ট কমিশনে) বিই/ বিটেক অন্তিম বর্ষে পাঠরত অবিবাহিত তরুণ-তরুণীদের কোর্স সম্পূর্ণ করিয়ে এগজিকিউটিভ ও টেকনিক্যাল ক্যাডারে নিয়োগ করা হবে।

যোগ্যতাঃ ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্সে ন্যূনতম ৭০ শতাংশ নম্বর সহ সিনিয়র সেকেন্ডারি পাশ এবং

দশম শ্রেণি বা দ্বাদশ শ্রেণিতে ইংরেজি বিষয়ে অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে পাশ করে থাকতে হবে। জেইই (মেইন) ২০২৪ সালে (বিই/বিটেক) যাঁরা পরীক্ষা দিয়েছেন বা দেবেন তাঁরা আবেদন করতে পারবেন।

বয়সঃ জন্মতারিখ হতে হবে ২ জানুয়ারি ২০০৬ থেকে ১ জুলাই ২০০৮ সালের মধ্যে।

আবেদনের পদ্ধতিঃ www.joinindiannavy.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ৬ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত।

ইন্দো-টিবেটান বর্ডার পুলিশে নিয়োগ