Site icon জীবিকা দিশারী

নেভিতে বিই পড়িয়ে অফিসারের ২৫০০ চাকরি

Indian Navy Tradesman Mate

সেলর পদে ২৫০০ অবিবাহিত তরুণ নিয়োগ করবে ভারতীয় নৌবাহিনী। উচ্চমাধ্যমিক যোগ্যতার নিয়োগ (Indian navy recruitment)।

নিয়োগ হবে এই দুটি স্কিমে: (১) ৫০০ সেলর— আর্টিফিশার অ্যাপ্রেন্টিস (এএ),

(২) ২০০০ সেলর— সিনিয়র সেকেন্ডারি রিক্রুটস (এসএসআর)।

দুই নিয়োগই হবে আগস্ট ২০২২ ব্যাচে ট্রেনিং দিয়ে। আবেদন করতে হবে অনলাইনে।

বেতনক্রম: প্রথমে ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড মাসে ১৪৬০০ টাকা। ট্রেনিংয়ের শেষে মূল বেতনক্রম হবে ২১৭০০-৬৯১০০ টাকা।

সঙ্গে এমএসপি ৫২০০ টাকা, ‘এক্স’ গ্রুপ পে ৬২০০ টাকা ও ডিএ। সামরিক চাকরির অন্যান্য সুযোগ-সুবিধা ও ক্রমশ উচ্চতর র‍্যাঙ্কে উন্নতির সুযোগও আছে।

শিক্ষাগত যোগ্যতা: আর্টিফিশার অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে ৬০ শতাংশ নম্বর সহ ১০+২ পাশ করে থাকতে হবে। ১০+২ স্তরে ম্যাথস, ফিজিক্স এবং সেই সঙ্গে কেমিস্ট্রি/ বায়োলজি/ কম্পিউটার সায়েন্সের মধ্যে যে-কোনো একটি বিষয় নিয়ে পড়ে থাকতে হবে।

সিনিয়র সেকেন্ডারি রিক্রুটস (এসএসআর)- এর ক্ষেত্রে যোগ্যতা একরকম তবে নম্বরের কোনো বিধিনিষেধ নেই।

বয়সসীমা: সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে জন্ম তারিখ হতে হবে ১ আগস্ট ২০০০ থেকে ৩১ জুলাই, ২০০৫ তারিখের মধ্যে।

শারীরিক মাপজোক: ন্যূনতম উচ্চতা দরকার ১৫৭ সেন্টিমিটার। সেই সঙ্গে অন্তত ৫ সেমি ফোলানোর ক্ষমতা সম্পন্ন সুগঠিত বুকের ছাতি ও ওজন থাকতে হবে।

ভাঙা হাঁটু, চ্যাটালো পায়ের পাতা ইত্যাদি কোনোরকম শারীরিক বা মানসিক ত্রুটি-বিকৃতি বা এই কাজের পক্ষে অসুবিধাজনক কোনো রোগব্যাধি থাকলে আবেদন করা যাবে না।

চশমা ছাড়া দৃষ্টিশক্তি হতে হবে ভালো চোখে ৬/১২ এবং খারাপ চোখে ৬/১২ চশমা থাকলে ভালো চোখে ৬/৯ খারাপ চোখে ৬/১২।

খেধুলা, সাঁতার ও পাঠ্যাতিরিক্ত ক্রিয়াকলাপে দক্ষতা থাকা বাঞ্ছনীয়।

শরীরে কোনো স্থায়ী ট্যাটু থাকলে সেবিষয়েও কিছু বিধিনিষেধ আছে, নিচের সাইটে জানা যাবে।

নির্বাচন পদ্ধতি: প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং ডাক্তারি পরীক্ষার মাধ্যমে।

সিলেবাসের ব্যাপারে বিস্তারিত তথ্য পাবেন www.joinindiannavy.gov.in ওয়েবসাইটে।

ট্রেনিং: প্রশিক্ষণ শুরু হবে আগস্ট ২০২২-এ। প্রথমে ৯ সপ্তাহের বেসিক ট্রেনিং হবে আইএনএস চিল্কাতে, তারপর পেশাগত ট্রেনিং নেভির বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্রে।

বইপত্র, জামাকাপড়, থাকা-খাওয়া ফ্রি। ট্রেনিং চলাকালীন বিয়ে করা চলবে না।

আবেদনের পদ্ধতি: www.joinindiannavy.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।  অনলাইন আবেদন করা যাবে ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত।

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে থেকে (Indian navy recruitment)।

 

Exit mobile version