ভারতীয় নৌবাহিনীতে ১৫ অফিসার নিয়োগ

79
0
Indian Navy SSC Executive

ইন্ডিয়ান নেভিতে শর্ট সার্ভিস কমিশনের স্পেশ্যাল ন্যাভাল ওরিয়েন্টেশন কোর্সে ১৫ জন এসএসসি এগজিকিউটিভ (ইনফরমেশন টেকনোলজি) নিয়োগ করা হবে। Indian Navy SSC Executive

নিচের যোগ্যতার অবিবাহিত পুরুষ প্রার্থীরাই কেবলমাত্র আবেদন করতে পারবেন৷

যোগ্যতা: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ আইটি-তে বিই/ বিটেক

বা কম্পিউটার/ আইটিতে এমএসসি বা এমসিএ বা এমটেক৷ এনসিসি “সি”

সার্টিফিকেট থাকলে প্রার্থীরা শর্তসাপেক্ষে কাট অব মার্কসের ক্ষেত্রে কিছু ছাড় পাবেন৷

এনসিসি “সি” সার্টিফিকেট ১ জানুয়ারি ২০২২ তারিখের আগে হলে গ্রহণযোগ্য হবে না৷

বয়সসীমা: জন্মতারিখ হতে হবে ২ জুলাই ২০০০ থেকে ১ জানুয়ারি ২০০৬ সালের মধ্যে৷

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

আবেদনের পদ্ধতি: www.joinindiannavy.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷

অনলাইন আবেদন করা যাবে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত। Indian Navy SSC Executive

স্টেট ব্যাঙ্কে ১৩৭৩৫ শূন্যপদে ক্লার্ক নিয়োগ