ভারতীয় নৌবাহিনীতে ৪৫ অফিসার নিয়োগ

976
0
Indian navy btech

ইন্ডিয়ান নেভিতে শর্ট সার্ভিস কমিশনের স্পেশ্যাল ন্যাভাল ওরিয়েন্টেশন কোর্সে ৪৫ জন ইনফরমেশন টেকনোলজি অফিসার নিয়োগ করা হবে (Indian navy SSC officer)৷

নিচের যোগ্যতার অবিবাহিত পুরুষ প্রার্থীরাই কেবলমাত্র আবেদন করতে পারবেন৷

যোগ্যতা: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ আইটি-তে বিই/ বিটেক

বা কম্পিউটার/ আইটিতে এমএসসি বা এমসিএ বা এমটেক৷ এনসিসি “সি” সার্টিফিকেট থাকলে প্রার্থীরা শর্তসাপেক্ষে কাট অব মার্কসের ক্ষেত্রে কিছু ছাড় পাবেন৷

এনসিসি “সি” সার্টিফিকেট ১ জানুয়ারি ২০১৯ তারিখের আগে হলে গ্রহণযোগ্য হবে না৷

বয়সসীমা: জন্মতারিখ হতে হবে ২ জানুয়ারি ১৯৯৭ থেকে ১ জুলাই ২০০২ সালের মধ্যে৷

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে৷

ইন্টারভিউ হবে আগামী ২১ আগস্ট থেকে কলকাতা, বেঙ্গালুরু, ভোপাল ও বিশাখাপত্তনমে৷

ট্রেনিং শুরু হবে জানুয়ারি ২০২২-এ৷ ন্যাভাল অ্যাকাডেমি এঝিমালাতে চার সপ্তাহের কোর্স৷

প্রার্থীর শারীরিক মাপজোক ও মেডিক্যাল স্ট্যান্ডার্ড সম্পর্কে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে৷

শুধুমাত্র অবিবাহিত পুরুষরাই নির্ধারিত যোগ্যতা থাকলে ট্রেনিং নিতে পারবেন, ট্রেনিং চলাকালীন বিয়ে করা যাবে না, ট্রেনিং চলাকালীন বিয়ে করলে তাঁর ট্রেনিং বাতিল করে দেওয়া হবে৷

আবেদনের পদ্ধতি: www.joinindiannavy.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ১৬ জুলাই পর্যন্ত (Indian navy SSC officer)৷

নোটিসটি দেখতে  ক্লিক করুন

 

রেলের এনটিপিসি শেষ দফার পরীক্ষার তারিখ দেখতে ক্লিক করুন