Site icon জীবিকা দিশারী

ভারতীয় নৌবাহিনীতে ৪৫ অফিসার নিয়োগ

Indian navy btech

ইন্ডিয়ান নেভিতে শর্ট সার্ভিস কমিশনের স্পেশ্যাল ন্যাভাল ওরিয়েন্টেশন কোর্সে ৪৫ জন ইনফরমেশন টেকনোলজি অফিসার নিয়োগ করা হবে (Indian navy SSC officer)৷

নিচের যোগ্যতার অবিবাহিত পুরুষ প্রার্থীরাই কেবলমাত্র আবেদন করতে পারবেন৷

যোগ্যতা: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ আইটি-তে বিই/ বিটেক

বা কম্পিউটার/ আইটিতে এমএসসি বা এমসিএ বা এমটেক৷ এনসিসি “সি” সার্টিফিকেট থাকলে প্রার্থীরা শর্তসাপেক্ষে কাট অব মার্কসের ক্ষেত্রে কিছু ছাড় পাবেন৷

এনসিসি “সি” সার্টিফিকেট ১ জানুয়ারি ২০১৯ তারিখের আগে হলে গ্রহণযোগ্য হবে না৷

বয়সসীমা: জন্মতারিখ হতে হবে ২ জানুয়ারি ১৯৯৭ থেকে ১ জুলাই ২০০২ সালের মধ্যে৷

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে৷

ইন্টারভিউ হবে আগামী ২১ আগস্ট থেকে কলকাতা, বেঙ্গালুরু, ভোপাল ও বিশাখাপত্তনমে৷

ট্রেনিং শুরু হবে জানুয়ারি ২০২২-এ৷ ন্যাভাল অ্যাকাডেমি এঝিমালাতে চার সপ্তাহের কোর্স৷

প্রার্থীর শারীরিক মাপজোক ও মেডিক্যাল স্ট্যান্ডার্ড সম্পর্কে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে৷

শুধুমাত্র অবিবাহিত পুরুষরাই নির্ধারিত যোগ্যতা থাকলে ট্রেনিং নিতে পারবেন, ট্রেনিং চলাকালীন বিয়ে করা যাবে না, ট্রেনিং চলাকালীন বিয়ে করলে তাঁর ট্রেনিং বাতিল করে দেওয়া হবে৷

আবেদনের পদ্ধতি: www.joinindiannavy.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ১৬ জুলাই পর্যন্ত (Indian navy SSC officer)৷

নোটিসটি দেখতে  ক্লিক করুন

 

রেলের এনটিপিসি শেষ দফার পরীক্ষার তারিখ দেখতে ক্লিক করুন

Exit mobile version