হলদিয়া রিফাইনারি হাসপাতালে কর্মী নিয়োগ

5815
0
IOCL Apprentice Recruitment 2024

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের অধীন হলদিয়া রিফাইনারি হালপাতালে পার্ট টাইম ভিজিটিং কনসালট্যান্ট ও প্যারামেডিক স্টাফ নিয়োগ করা হবে। Indian Oil Corporation Recruitment

বিজ্ঞপ্তি নম্বর: HR/ME/24/2023-24

যোগ্যতা: ডেন্টাল সার্জন: বিডিএস এবং এমডিএস, বিডিএসের ক্ষেত্রে ১ বছরের এবং এমডিএসের ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

ইএনটি সার্জন, পেডিয়াট্রিশিয়ান, অবস্ট্রেট্রিক্স ও গাইনোকোজি, অপথ্যালমোলজি, জেনারেল সার্জন, অর্থোপেডিক সাজন, ডার্মাটোলজি, সাইক্রিয়াট্রি, ফিজিশিয়ান: সংশ্লিষ্ট ক্ষেত্রে এমবিবিএস ডিগ্রি সহ এমডি/ এমএস/ ডিএনবি যে কোন একটি ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি। অন্তত ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আর্মিতে ৯০ অফিসার নিয়োগ

গ্যাসট্রোএনটারোলজি, নিউরোলজি, কার্ডিওলজি, পালমোনোলজি, নেফ্রোলজি, এন্ডোক্রিনোলজি, রিউমাটোলজি, ইউরোলজি: সংশ্লিষ্ট ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি (এমডি/ এমএস) সহ ডিএম/ এমসিএইচ/ ডিএনবি। অন্তত ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

রেডিওলজি: রেডিওলজিতে এমডি বা ডিএনবি। অন্তত ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

সাইকোলজিক্যাল কাউন্সেলর: যে কোন ক্ষেত্রে ন্যূনতম স্নাতক সহ সাইকোঅ্যানালিসিস/ ক্লিনিক্যাল সাইকোলজি/ মেডিক্যাল কাউন্সেলিং-এ ডিপ্লোমা প্রাপ্ত। অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

ডায়েটিশিয়ান: নিউট্রিশন/ ডায়েটিকসএ স্নাতক। অন্তত ৩ বছরের অভিজ্ঞতা।

ফিজিওথেরাপি: ফিজিওথেরাপিতে স্নাতক/ ডিপ্লোমা সঙ্গে অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা।

এক্স-রে টেকনিশিয়ান: রেডিওগ্রাফিতে ডিপ্লোমা এবং অন্তত ৩ বছরের অভিজ্ঞতা।

দক্ষিণ পূর্ব মধ্য রেলে অ্যাপ্রেন্টিস

প্রার্থী বাছাই পদ্ধতি: ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। ইন্টারভিউ হবে চলতি বছরের জুলাই মাসের প্রথম সপ্তাহে।

ইন্টারভিউয়ের তারিখ সময়মতো www.iocl.com ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে, আমাদের পোর্টালেও ইন্টারভিউয়ের তারিখ জানিয়ে দেওয়া হবে।

ইন্টারভিউ কেন্দ্রের ঠিকানা: ইন্ডিয়ান অয়েল কীট কমপ্লেক্স (আইএমসিএল), মার্কেটিং ডিভিশন, ১৭, গলফ ক্লাব রোড,

গলফ গার্ডেন্স, টালিগঞ্জ, কলকাতা, পশ্চিমবঙ্গ- ৭০০০৩৩।

বায়োডেটা, সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের ২টি ছবি এবং যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স সহ আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে অথবা ইমেল করতে হবে।

কলকাতার বিড়লা মিউজিয়ামে কাজের সুযোগ

আবেদনপত্র পাঠাতে হবে `ম্যানেজার (ইআর), ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, হলদিয়া রিফাইনারী হাসপাতাল,
হলদিয়া টাউনশিপ, হলদিয়া, পূর্ব মেদিনীপুর, পিন- ৭২১৬০৭’ ঠিকানায় অথবা dasranjan@indianoil.in ইমেল আইডিতে।

আবেদনপত্র পৌঁছতে হবে ১৭ জুন ২০২৩ তারিখের মধ্যে।