ইন্ডিয়ান অয়েলে ৫৭ নন-এগজিকিউটিভ

3188
0
IOCL Apprentice Recruitment 2024

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে ৫৭ জন নন-এগজিকিউটিভ কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: PR/P/45(2020-21). অনলাইন আবেদন করা যাবে আগামী ৭ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত।

শূন্যপদের বিন্যাস: পোস্ট কোড ১০১: জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ফোর (প্রোডাকশন): ৪৯ (অসংরক্ষিত ২২, ইডব্লুএস ৫, তপশিলি জাতি ৯, ওবিসি ১৩)। পোস্ট কোড ১০২: জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ফোর (মেকানিক্যাল ফিটার-কাম-রিগার)/ জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফোর: ৩ (অসংরক্ষিত ২, ওবিসি ১, শারীরিক প্রতিবন্ধী ১)। পোস্ট কোড ১০৩: জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্টান্ট ফোর (ইনস্ট্রুমেন্টেশন)/ জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফোর: ৪ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১, ওবিসি ১, শারীরিক প্রতিবন্ধী ২)। পোস্ট কোড ১০৪: জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল অ্যানালিস্ট ফোর: ১ (অসংরক্ষিত)।

যোগ্যতা: জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ফোর (প্রোডাকশন): কেমিক্যাল/ রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা বা বিএসসি (ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি বা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি)।

জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ফোর (মেকানিক্যাল ফিটার-কাম-রিগার)/ জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফোর: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা অথবা ম্যাট্রিকুলেশন সঙ্গে ফিটার ট্রেডে আইটিআই।

জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ফোর (ইনস্ট্রুমেন্টেশন): ইনস্ট্রুমেন্টেশন/ ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেক্ট্রনিক্স/ ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা।

জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল অ্যানালিস্ট ফোর: ফিজিক্স, কেমিস্ট্রি/ ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি ও ম্যাথমেটিক্স সহ বিএসসি।

জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ফোর (ফায়ার অ্যান্ড সেফটি): ম্যাট্রিকুলেশন সঙ্গে এনএফএসসি নাগপুর বা সমতুল থেকে সাব-অফিসার্স রেগুলার কোর্স এবং ভারী যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স।

বেতনক্রম: মূল বেতন ২৫০০০-১০৫০০০ টাকা।

বয়সসীমা: ৩১ অক্টোবর ২০২০ তারিখে বয়স হতে হবে ১৮-২৬ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা এবং স্কিল/ প্রফিশিয়েন্সি/ ফিজিক্যাল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফি: ১৫০ টাকা। এসবিআই ই-কালেক্টের মাধ্যমে ফি দেওয়া যাবে। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সেনাকর্মীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: http://www.iocrefrecruit.in এবং www.iocl.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ৭ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত। পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট-আউট সহ সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের ৪ কপি ছবি ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স সহ সাধারণ ডাকে পাঠাতে হবে ‘Post Box no 128, Panipat Head Post Office, Panipat, Haryana 132103’ ঠিকানায়। পূরণ করা আবেদনপত্র সহ অন্যান্য নথি পৌঁছতে হবে আগামী ২৮ নভেম্বরের মধ্যে।

 

https://iocl.com/download/IOC_Panipat_Refineries_Division_Emplyment_News_English_Final.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে।

 

 

লাইভ টিভি দেখুন:https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল