রেলে অ্যাসিঃ লোকো পাইলট/টেকনিশিয়ান দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার স্থান, দিন, সময় জেনে নিন, তপশিলিদের রেল পাস

762
0
Railway Apprentice 2023

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডগুলির এমপ্লয়মেন্ট নোটিস নম্বর CEN 01/2018 অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট/ টেকনিশিয়ান নিয়োগের দ্বিতীয় দফার পরীক্ষাকেন্দ্র ও দিন-সময় জানা যাবে নিচের লিঙ্কে ক্লিক করে নিজের ইউজার আইডি (রেজিস্ট্রেশন নম্বর) ও পাসওয়ার্ড (জন্মতারিখ) দিয়ে তারপর তার নিচে লেখা কোড টুকে দিয়ে লগ-ইন করে।

প্রথম পর্যায়ের পরীক্ষার স্কোর এবং তপশিলি প্রার্থীরা ট্রাভেল পাসও পাবেন। এই লিঙ্কে: https://rrbalp.digialm.com//EForms/configuredHtml/1907/57281/login.html