ইন্টেলিজেন্স ব্যুরোতে ২০০০ অ্যাসিস্ট্যান্ট অফিসার

3202
0

স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ইন্টেলিজেন্স ব্যুরোতে ২০০০ অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড টু/ এগজিকিউটিভ নিয়োগ করা হবে৷

শূন্যপদ: ২০০০ (অসংরক্ষিত ৯৮৯, ইডব্লুএস ১১৩, ওবিসি ৪১৭, তপশিলি জাতি ৩৬০, তপশিলি উপজাতি ১২১)৷

বেতনক্রম: লেভেল ৭ অনুযায়ী ৪৪৯০০-১৪২৪০০ টাকা৷

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমতুল৷ কম্পিউটারের জ্ঞান থাকা বাঞ্ছনীয়৷ শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ৯ জানুয়ারি ২০২১ তারিখের মধ্যে৷

বয়সসীমা: ৯ জানুয়ারি ২০২১ তারিখে বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ লেখা পরীক্ষায় টিয়ার ওয়ানে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন থাকবে ১০০ নম্বরের (জেনারেল অ্যাওয়্যারনেস, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড, নিউমেরিক্যাল/ অ্যানালিটিক্যাল/ লজিক্যাল এবিলিটি অ্যান্ড রিজনিং, জেনারেল ল্যাঙ্গুয়েজ ও জেনারেল স্টাডিজ), সময় ১ ঘণ্টা৷ টিয়ার টুতে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন হবে (এসে, ইংলিশ কম্প্রিহেনশন, প্রেসি রাইটিং), মোট ৫০ নম্বরের পরীক্ষা, সময় ১ ঘণ্টা৷ টিয়ার থ্রিতে ইন্টারভিউ ১০০ নম্বরের৷ পশ্চিমবঙ্গে পরীক্ষাকেন্দ্র হবে কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, হুগলি, কল্যাণীতে৷ অন্যান্য রাজ্যের পরীক্ষাকেন্দ্র সম্পর্কে বিস্তারিত ওয়েবসাইট থেকে জানা যাবে৷

আবেদনের ফি: ৬০০ টাকা (পরীক্ষার ফি ১০০+ রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ ৫০০)৷ তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের পরীক্ষার ফি দিতে হবে না, রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ বাবদ ৫০০ টাকা দিতে হবে৷ ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই, এসবিআই চালানের মাধ্যমে ফি দেওয়া যাবে৷

আবেদন লিঙ্ক – https://cdn.digialm.com//EForms/configuredHtml/1258/68961/Instruction.html

আবেদনের পদ্ধতি:  www.mha.gov.in অথবা www.ncs.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ৯ জানুয়ারি ২০২১ পর্যন্ত৷

লাইভ টিভি দেখুন:  https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল