ইন্টেলিজেন্স ব্যুরোতে অফিসার গ্রেড টু/ টেকনিক্যাল পদে ১৫০ জন নিয়োগ করা হবে (Intelligence bureau)।
নিচের যোগ্যতার যে কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন। বৈধ গেট স্কোর থাকতে হবে ।
শূন্যপদ: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি: ৫৬ (অসংরক্ষিত ৩০, ইডব্লুএস ৬, তপশিলি জাতি ৮, তপশিলি উপজাতি ৬)।
ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন: ৯৪ (অসংরক্ষিত ৫০, ইডব্লুএস ৯, ওবিসি ৯, তপশিলি জাতি ১৬, তপশিলি উপজাতি ১০)।
বয়সসীমা: ৭ মে ২০২২ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮০২৭ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
যোগ্যতা: ইলেক্ট্রনিক্স বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলি কমিউনিকেশন বা ইলে্ক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স বা ইনফরমেশন টেকনোলজি
বা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিংয়ে বিই বা বিটেক পাশ
অথবা
সায়েন্সে মাস্টার ডিগ্রি সঙ্গে ইলেক্ট্রনিক্স বা ফিজিক্স/ ইলেক্ট্রনিক্স বা ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বা কম্পিউটার সায়েন্স থাকতে হবে।
অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনে মাস্টার ডিগ্রি। সবক্ষেত্রেই কোলো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে পাশ করে থাকতে হবে।
২০২০, ২০২১ বা ২০২২ সালের বৈধ গেট স্কোর কার্ড থাকতে হবে।
বেতনক্রম: লেভেল ৭ অনুযায়ী ৪৪৯০০-১৪২৪০০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা।
পরীক্ষার ফি: ১০০ টাকা। ডেবিট কার্ড (রুপে/ ভিসা/ মাস্টার কার্ড/ ম্যাস্ট্রো)/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই,
এসবিআই চালানের মাধ্যমে ফি দিতে হবে। তপশিলি জাতি/ উপজাতি, প্রাক্তন সেনাকর্মী ও মহিলা প্রার্থীদের পরীক্ষার ফি দিতে হবে না।
আবেদনের পদ্ধতি: www.mha.nic.in অথবা www.ncs.gov/in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।
অনলইনে আবেদন করা যাবে ৭ মে ২০২২ তারিখ রাত ১১.৫৯ পর্যন্ত।
অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (Intelligence bureau)।