পিএসসির ফার্মাসিস্ট পদে ইন্টারভিউয়ের তারিখ বদল

1144
0
wbpsc exam postponed

ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনেরফার্মাসিস্ট গ্রেড থ্রি/ ফার্মাসিস্ট কাম সেলসম্যান গ্রেড থ্রি) পদে (বিজ্ঞপ্তি নম্বর ২১/২০১৯) ২৬ এপ্রিলের ইন্টারভিউয়ের দিন বদল করে ২৪ এপ্রিল করা হয়েছে (Interview date)।

বাকি ১, ৬, ২২ ও ২৯ এপ্রিলের ইন্টারভিউয়ের দিনগুলিতে কোনো পরিবর্তন করা হয়নি,

রাজ্যে নির্বাচনের জন্য কোনো প্রার্থীর ভোট দেবার তারিখ এক হলে তিনি ইন্টারভিউয়ের তারিখ বদলাতে চাইতে পারেন

কিন্তু তার জন্য যথোপযুক্ত নথি দেখাতে হবে নোটিসটি প্রকাশিত হওয়ার সাত দিনের মধ্যে।

নোটিস দেখতে ক্লিক করুন