ইন্ডিয়ান অয়েলে অ্যাপ্রেন্টিস

482
0
IOCL Apprentice Recruitment 2024

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে ৪৭৩টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নেওয়া হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। অনলাইন আবেদন করা যাবে ১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত। IOCL Apprentice Recruitment 2024

যে সমস্ত ট্রেডে অ্যাপ্রেন্টিস নেওয়া হবে সেগুলি হল– মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, টিঅ্যান্ডআই, হিউম্যান রিসোর্স, অ্যাকাউন্টস/ ফিনান্স, ডেটা এন্ট্রি অপারেটর, ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর।

বয়স: ১২ জানুয়ারি ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৪ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর, ট্রেনিং চলাকালীন অ্যাপ্রেন্টিস অ্যাক্টের নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে।

মাধ্যমিক যোগ্যতায় আশা কর্মী নিয়োগ

যোগ্যতা: টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (মেকানিক্যাল): মেকানিক্যাল/ অটোমোবাইলে তিন বছরের পূর্ণ সময়ের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা।

টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (ইলেক্ট্রিক্যাল): ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্সে তিন বছরের পূর্ণ সময়ের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা।

টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস: (টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন): ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/

ইলেক্ট্রনিক্স অ্যান্ড রেডিও কমিউনিকেশন/ ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল/ ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল/ ইলেক্ট্রনিক্সে তিন বছরের পূর্ণ সময়ের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা।

ট্রেড অ্যাপ্রেন্টিস (অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসোর্স): পূর্ণ সময়ের ব্যাচেলর ডিগ্রি। ট্রেড অ্যাপ্রেন্টিস (অ্যাকাউন্ট্যান্ট): কমার্সে পূর্ণ সময়ের ব্যাচেলর ডিগ্রি।

ডেটা এন্ট্রি অপারেটর (ফ্রেসার অ্যাপ্রেন্টিস): দ্বাদশ শ্রেণি পাশ।

ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর (স্কিল সার্টিফিকেট হোল্ডার): দ্বাদশ শ্রেণি পাশ সঙ্গে ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর ট্রেডে স্কিল সার্টিফিকেট থাকতে হবে।

সবক্ষেত্রেই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে পাশ করে থাকতে হবে।

মাধ্যমিক যোগ্যতায় মালদা পুরসভায় নিয়োগ

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের পদ্ধতি: https://plapps.indianoilpipelines.in পোর্টালে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ সন্ধ্যা ৬টা পর্যন্ত। লেখা পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৪। IOCL Apprentice Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন