ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে নিয়োগ

981
0
IPPB Recruitment 2024

ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে চুক্তির ভিত্তিতে ইনফরমেশন টেকনোলজি এগজিকিউটিভ নিয়োগ করা হবে। IPPB Recruitment 2024

বিজ্ঞপ্তি নম্বরঃ IPPB/CO/HR/RECT./2024-25/01.

শূন্যপদঃ এগজিকিউটিভ (অ্যাসোসিয়েট কনসালটেন্ট) ২৮ (অসংরিক্ষত ১৮, ইডব্লুএস ২, ওবিসি ৭, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ২)।

এগজিকিউটিভ (কনসালটেন্ট) ২১ (অসংরিক্ষত ১০, ইডব্লুএস ২, ওবিস ৫, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১)।

এগজিকিউটিভ(সিনিয়র কনসালটেন্ট) ৫ (অসংরিক্ষত ৪, ওবিসি ১)।

সিডিএস পরীক্ষার মাধ্যমে ৪৫৯ শূন্যপদে নিয়োগ

বয়সঃ এগজিকিউটিভ (অ্যাসোসিয়েট কনসালটেন্ট) পদে বয়স হতে হবে ২২-৩০ বছরের মধ্যে, এগজিকিউটিভ (কনসালটেন্ট) পদে ২২-৪০ বছরের মধ্যে

এবং এগজিকিউটিভ (সিনিয়র কনসালটেন্ট) পদে বয়স হতে হবে ২২-৪৫ বছরের মধ্যে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। সবক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতা ও বয়স ১ এপ্রিল ২০২৪ তারিখের হিসেবে হবে।

আবেদনের ফিঃ ৭৫০ টাকা। তপশিলি জাতি/উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ১৫০ টাকা।

ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদনের ফি দেওয়া যাবে।

ইউপিএসসি এনডিএ অ্যান্ড এনএ পরীক্ষা

আবেদনের পদ্ধতিঃ https://www.ippbonline.com/ ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ২৪ মে ২০২৪ তারিখ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা, বেতন ও অন্যান্য বিষয়ে বিস্তারিত উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে। IPPB Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন