ইরকন ইন্টারন্যাশনালে ৭৪ ইঞ্জিনিয়ার

1369
0
wbpsc recruitment 2022

ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেডে ৭৪ জন ওয়ার্কস ইঞ্জিনিয়ার (সিভিল/ এসঅ্যান্ডটি) নিয়োগ করা হবে (ircon recruitment 2021)।

বিজ্ঞপ্তি নম্বর: C-02/2021.

শূন্যপদ: ওয়ার্কস ইঞ্জিনিয়ার/ সিভিল: ৬০ (অসংরক্ষিত ২৭, ওবিসি ১৬, তপশিলি জাতি ৮, তপশিলি উপজাতি ৪, ইডব্লুএস ৫)।

ওয়ার্কস ইঞ্জিনিয়ার/ এসঅ্যান্ডটি: ১৪ (অসংরক্ষিত ৮, ওবিসি ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ইডব্লুএস ১)।

যোগ্যতা: ওয়ার্কস ইঞ্জিনিয়ার (সিভিল): ইউজিসি/ এআইসিটিই স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ সময়ের গ্র্যাজুয়েট ডিগ্রি।

সিভিল কনস্ট্রাকশনের কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

ওয়ার্কস ইঞ্জিনিয়ার/ এসঅ্যান্ডটি: ইউজিসি/এআইসিটিই স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/

ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং/

ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্সে স্পেশ্যালাইজেশন সহ পূর্ণ সময়ের স্নাতক ডিগ্রি।

রেলওয়ে সিগন্যালিং কাজ ও নেটওয়ার্কিং সিস্টেমে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকা দরকার। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে ১ মার্চ ২০২১ তারিখের মধ্যে।

বয়সসীমা: ১ মার্চ ২০২১ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতি: www.ircon.org ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে (ircon recruitment 2021)।

অনলাইন আবেদন করা যাবে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত। অনলাইন পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট-আউট ও যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স DGM/HRM, Ircon International Ltd, C-4, District Centre, Saket, New Delhi 110017 ঠিকানায় পাঠাতে হবে, পৌঁছনো চাই ২৮ এপ্রিলের মধ্যে। খামের উপরে লিখতে হবে ‘Application for the post of (name of post)- Advt No- C02/2021.’

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

অন্যান্য চাকরির আবেদনের খবর দেখতে ক্লিক করুন