কলকাতার স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে ট্রেনি

2679
0
ISI Kolkata Recruitment 2023

কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অ্যাপ্লায়েড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইকোনমেট্রিক্স প্রোগ্রামে স্ট্যাটিস্টিক্যাল ট্রেনি নেওয়া হবে। ISI Kolkata Recruitment 2023

পারিশ্রমিক: প্রতি মাসে ২৫০০০ টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে।

ডেটা এন্ট্রি অপারেটর, বেতন ১৬০০০

বয়স: ১ জুন ২০২৩ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: স্ট্যাটিস্টিক্স/ ইকোনোমেট্রিক্সে মাস্টার ডিগ্রি সঙ্গে কম্পিউটার প্রোগ্রামিং/ স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজে অভিজ্ঞতা। ২০২৩ সালে যাঁরা এমএসসি পাশ করবেন, তাঁরাও শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন।

আইআইটি খড়গপুরে ড্রাইভার, ইঞ্জিনিয়ার, নার্স নিয়োগ

প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন টেস্ট কাম ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। অনলাইন টেস্ট কাম ইন্টারভিউ হবে ২০ জুলাই ২০২৩ তারিখে।

গ্রাফিক ডিজাইনার নিয়োগ

কভার লেটার ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স ইমেল করতে হবে sosu@isical.ac.in –এই ইমেল আইডিতে ১০ জুলাই ২০২৩ তারিখের মধ্যে।

ISI Kolkata Recruitment 2023

নোটিসটি দেখতে ক্লিক করুন