ইসরোতে অ্যাসিঃ, কুক, ফায়ারম্যান

804
0
ISRO Recruitment 2024

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে (ইসরো) ২২৪টি শূন্যপদে সায়েন্টিস্ট/ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ISRO Recruitment 2024

সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান বি, ড্রাফটসম্যান বি, ফায়ারম্যান এ,

কুক, লাইট ভিকল ড্রাইভার, হেভ ভিকল ড্রাইভার নিয়োগ করা হবে।

বিজ্ঞপ্তি নম্বরঃ URSC:01:2024.

যোগ্যতাঃ সায়েন্টিস্ট/ ইঞ্জিনিয়ারঃ ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে এমই/এমেটক/এমএসসি (ইঞ্জিনিয়ারিং) বা সমতুল।

টেকনিক্যাল/ সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টঃ সংশ্লিষ্ট ডিসিপ্লিনে ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা।

লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টঃ গ্র্যাজুয়েট সঙ্গে লাইব্রেরি সায়েন্স/ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি বা সমতুল।

টেকনিশিয়ান/ ড্রাফটসম্যান বিঃ মাধ্যমিক বা সমতুল পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই/এনটিসি/এনএসি।

ফায়ারম্যান এঃ এসএসএলসি/এসএসসি পাশ বা সমতুল।

কুকঃ এসএসএলসি/এসএসসি পাশ বা সমতুল সঙ্গে কোনো নামী হোটেল/ ক্যান্টিনে অন্তত ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

লাইট ভিকল ড্রাইভার এঃ এসএসএলসি/এসএসসি বা সমতুল পাশ সঙ্গে লাইট ভিকল ড্রাইভার পদে তিন বছরের কাজের অভিজ্ঞতা।

হেভি ভিকল ড্রাইভার এঃ এসএসএলসি/এসএসসি বা সমতুল পাশ সঙ্গে ৫ বছরের কাজের অভিজ্ঞতা, যার মধ্যে অন্তত তিন বছর হেভি ভিকল ড্রাইর হিসেবে কাজ করে থাকতে হবে।

সবক্ষেত্রেই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে পাশ করে থাকতে হবে।

বয়সসীমাঃ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান বি,

কুক, লাইট ভিকল ড্রাইভার এবং হেভি ভিকল ড্রাইভার পদে বয়স হতে হবে ১৮-৩৫ বছরের মধ্যে।

সায়েন্টিস্ট/ইঞ্জিনিয়ার পদে বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে।

সবক্ষেত্রেই ১৬ ফেব্রুয়ারি ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতিঃ www.isro.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ১৬ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত।