ইসরোতে টেকনিশিয়ান, অ্যাসিঃ, ড্রাইভার পদে নিয়োগ

639
0
ISRO Recruitment 2024

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে (ইসরো) ২২৪টি শূন্যপদে সায়েন্টিস্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট,

সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান বি, ড্রাফটসম্যান বি,

ফায়ারম্যান এ, কুক, লাইট ভিকল ড্রাইভার এবং হেভি ভিকল ড্রাইভার নিয়োগ করা হবে।

আবেদনের পদ্ধতিঃ www.isro.gov.in অথবা www.istrac.gov.in লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১ মার্চ ২০২৪ তারিখ রাত ১১.৫৫ মিনিট পর্যন্ত।

যোগ্যতা, বয়স, বেতন ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে বিস্তারিত ইসরোর ওয়েবসাইট থেকে জানা যাবে।

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

 ব্যাঙ্কে অফিসার নিয়োগ

মাধ্যমিক যোগ্যতায় ক্লার্ক নিয়োগ