Site icon জীবিকা দিশারী

মাধ্যমিক যোগ্যতায় ড্রাইভার, কুক নিয়োগ

ISRO SAC Recruitment 2023

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের অধীন স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারে অ্যাসিস্ট্যান্ট (রাজ ভাষা), কুক ISRO SAC Recruitment 2023

এবং লাইট ভিকল ড্রাইভার পদে ৯ জন নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: SAC:01:2023

যোগ্যতা: অ্যাসিস্ট্যান্ট (রাজ ভাষা): ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে গ্র্যাজুয়েট।

কম্পিউটারে প্রতি মিনিটে ২৫ শব্দের গতিতে হিন্দি টাইপিং এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ইংরেজি টাইপরাইটিং জানা থাকলে অগ্রাধিকার।

কুক: দশম শ্রেণি বা সমতুল পাশ। কোনো প্রতিষ্ঠিত হোটেল/ ক্যান্টিনে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

লাইট ভিকল ড্রাইভার: দশম শ্রেণি বা সমতুল পাশ। হাল্কা যান চালানোর ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স।

শিলিগুড়ি পুরসভায় কর্মী নিয়োগ

বয়স: অ্যাসিস্ট্যান্ট (রাজ ভাষা) পদে বয়স হতে হবে ১৮-২৮ বছরের মধ্যে এবং কুক ও ড্রাইভার পদে বয়স হতে হবে ১৮-৩৫ বছরের মধ্যে।

সবক্ষেত্রেই ১৬ জুন ২০২৩ তারিখের হিসেবে বয়স সম্পূর্ণ হতে হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

বেতন: অ্যাসিস্ট্যান্ট (রাজ ভাষা) পদে লেভেল ৪ অনুযায়ী ২৫৫০০-৮১১০০ টাকা।

কুক এবং ড্রাইভার পদে লেভেল ২ অনুযায়ী ১৯৯০০-৬৩২০০ টাকা।

অষ্টম শ্রেণি পাশ যোগ্যতায় কাজের সুযোগ

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। বিস্তারিত https://www.sac.gov.in/ ওয়েবসাইট থেকে জানা যাবে।

আবেদনের ফি: ৫০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী , প্রাক্তন সেনাকর্মী ও মহিলা প্রার্থীরা পরীক্ষায় বসার পর আবেদনের ফি পুরোটাই ফেরত পেয়ে যাবেন

এবং অসংরক্ষিত শ্রেণির প্রার্থীরা পরীক্ষার বসার পর ৪০০ টাকা ফেরত পাবেন।

মাধ্যমিক যোগ্যতায় পূর্ব বর্ধমানে চাকরি

আবেদনের পদ্ধতি: www.sac.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ১৬ জুন ২০২৩ তারিখ বিকেল ৫.৩০ পর্যন্ত।

আবেদন সংক্রান্ত কোনো টেকনিক্যাল সমস্যা হলে ০৭৯-২৬৯১ ৩১৩০/ ৫৭। ইমেল- ao_rr@sac.isro.gov.in

অফিশিয়াল নোটিফিকেশন—– ক্লিক করুন

 

অনলাইন আবেদন —— ক্লিক করুন

ISRO SAC Recruitment 2023

 

Exit mobile version