Site icon জীবিকা দিশারী

কলকাতায় আইটি কোর্সে ভর্তি

IT course

মিনিস্ট্রি অব ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির অধীন এনআইইএলআইটি (ন্যাশনাল ইনস্টিটিউট অব ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি― পূর্বতন ডোয়েক) কলকাতায় চলতি শিক্ষাবর্ষে বিভিন্ন কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরু করেছে।

কোর্সের নাম ও কোর্স ফি: আইটি-‘ও’ লেভেল (ফাউন্ডেশন কোর্স, এক বছরের সময়সীমায়), কোর্স ফি ১২৫০০ টাকা।

আইটি-‘এ’ লেভেল (অ্যাডভান্স ডিপ্লোমা, দেড় বছরের সময়সীমার), কোর্স ফি ২৫০০০ টাকা।

সার্টিফিকেট কোর্স- ১) বেসিক কম্পিউটার কোর্স, ফি ৩০০০ টাকা

২) পাইথন সঙ্গে লিনাক্স, ফি ৬৫০০ টাকা

৩) প্রোগ্রামিং সি/সি প্লাস প্লাস, ফি ৫০০০ টাকা

৪) ওয়েব ডিজাইনিংয়ে সার্টিফিকেট কোর্স, ফি ৫০০০ টাকা

৫) মাল্টিমিডিয়া ডেভেলপার, ফি ১০০০০ টাকা

৬) সিসি ইন ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার রিপেয়ারিং, ফি ৪০০০ টাকা।

https://nielit.gov.in/sites/default/files/Kolkata/march%20advertisement.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।

Exit mobile version