আইটিবিপিতে ৬৫ পুরুষ-মহিলা খেলোয়াড়

4585
0
ITBP Constable Recruitment 2023

ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ ফোর্সে ৬৫ জন পুরুষ-মহিলা কৃতী খেলোয়াড় নিয়োগ করা হবে। কনস্টেবল (জেনারেল ডিউটি) স্পোর্টসম্যান পদে (ITBP)।

বেতন: লেভেল থ্রি অনুযায়ী প্রতি মাসে ২১৭০০-৬৯১০০ টাকা।

কোন-কোন খেলা: ক্রমিক সংখ্যা ১: রেস্লিং, ক্রমিক সংখ্যা ২: কবাডি, ক্রমিক সংখ্যা ৩: কারাতে, ক্রমিক সংখ্যা ৪: আর্চারি, ক্রমিক সংখ্যা ৫: উসু, ক্রমিক সংখ্যা ৬: তায়েকোন্ড্বো ক্রমিক সংখ্যা ৭: জুডো, ক্রমিক সংখ্যা ৮: জিমন্যাস্টিক্স, ক্রমিক সংখ্যা ৯: স্পোর্টস শ্যুটিং, ক্রমিত সংখ্যা ১০: স্কি, ক্রমিক সংখ্যা ১১: বক্সিং, ক্রমিক সংখ্যা ১২: আইস হকি৷

প্রার্থী বাছাই পদ্ধতি: নথিপত্র যাচাই, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ও মেডিকেল পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফি: ১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি:  www.recruitment.itbppolice.nic.in লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করা যাবে  আগামী ৫ জুলাই থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত।

https://drive.google.com/file/d/1yDzuGwTRsNhGLUCSoTaH1OWraox7M14Y/view  লিঙ্কে গিয়ে নোটিসটি দেখতে পাওয়া যাবে।

সাম্প্রতিক পরীক্ষার তারিখ, অ্যাডমিট কার্ড, ফলপ্রকাশের খবর দেখতে ক্লিক করুন