ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ ফোর্সে (আইটিবিপি) ৪৫৮ শূন্যপদে কনস্টেবল (ড্রাইভার) নিয়োগ করা হবে। ITBP Constable Recruitment 2023
শূন্যপদের বিন্যাস: ৪৫৮ (অসংরক্ষিত ১৯৫, তপশিলি জাতি ৭৪, তপশিলি উপজাতি ৩৭, ওবিসি ১১০, ইডব্লুএস ৪২)।
এনএইচপিসিতে ৪০৯ শূন্যপদে নিয়োগ
যোগ্যতা: ম্যাট্রিকুলেশন বা সমতুল পাশ সঙ্গে ভারী যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বয়স: ২৬ জুলাই ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১-২৭ বছরের মধ্যে।
সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
পুরুলিয়ায় স্বাস্থ্য কর্মী নিয়োগ
প্রার্থী বাছাই পদ্ধতি: ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, লিখিত পরীক্ষা,
নথিপত্র যাচাই, প্র্যাক্টিক্যাল স্কিল টেস্ট এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
পরীক্ষার ফি: ১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও প্রাক্তন সেনাকর্মীদের পরীক্ষার ফি দিতে হবে না।
আবেদনের পদ্ধতি: www.recruitment.itbppolice.nic.in পোর্টালে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।
রবীন্দ্রভারতীতে জুনিয়র রিসার্চ ফেলো
অনলাইন আবেদন করা যাবে ২৭ জুন থেকে ২৬ জুলাই রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত।
ITBP Constable Recruitment 2023