আইটিবিপিতে কনস্টেবল নিয়োগ

548
0
ITBP Constable Recruitment 2024

ইন্দো-টিবেটান বর্ডার পুলিশে ২০২টি শূন্যপদে কনস্টেবল (পায়োনিয়ার) নিয়োগ করা হবে। ITBP Constable Recruitment 2024

শূন্যপদঃ কনস্টেবল (কার্পেন্টার) পুরুষঃ ৬১, মহিলাঃ ১০।

কনস্টেবল (প্লাম্বার) পুরুষঃ ৪৪, মহিলাঃ ৮।

কনস্টেবল (মেসন) পুরুষঃ ৫৪, মহিলাঃ ১০।

কনস্টেবল (ইলেক্ট্রিশিয়ান) পুরুষঃ ১৪, মহিলাঃ ১।

যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন বা সমতুল পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে এক বছরের আইটিআই সার্টিফিকেট কোর্স।

শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ১০ সেপ্টেম্বর ২০২৪ তারিখের হিসেবে।

নদিয়ায় নাইট গার্ড, কর্মবন্ধু নিয়োগ

বয়সঃ জন্মতারিখ হতে হবে ১১ সেপ্টেম্বর ২০০১ থেকে ১০ সেপ্টেম্বর ২০০৬ তারিখের মধ্যে।

আবেদনের পদ্ধতিঃ https://recruitment.itbpolice.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ১২ অগস্ট থেকে ১০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত।

উচ্চমাধ্যমিক যোগ্যতায় কাজের সুযোগ

বেতন, প্রার্থী বাছাই পদ্ধতি ও অন্যান্য বিষয়ে বিস্তারিত ১২ অগস্ট থেকে

আইটিবিপির ওয়েবসাইটে জানা যাবে এছাড়াও আমাদের জীবিকা দিশারী পোর্টালেও বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। ITBP Constable Recruitment 2024

টেলিগ্রাম চ্যানেল দেখতে ক্লিক করুন