ইন্দো-টিবেটান বর্ডার পুলিশে কনস্টেবল (পায়োনিয়ার) নিয়োগ করা হবে। অনলাইন আবেদন করা যাবে ১০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত। ITBP Constable Recruitment 2024
শূন্যপদঃ কার্পেন্টারঃ পুরুষ ৬১, মহিলা ১০, প্লাম্বারঃ পুরুষ ৪৪, মহিলা ৮, ম্যাসনঃ পুরুষ ৫৪, মহিলা ১০, ইলেক্ট্রিশিয়ানঃ পুরুষ ১৪, মহিলা ১।
বয়সসীমাঃ ১০ সেপ্টেম্বর ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৩ বছরের মধ্যে।
সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
যোগ্যতাঃ ম্যাট্রিকুলেশন বা সমতুল পাশ সঙ্গে কার্পেন্টার/প্লাম্বার/ম্যাসন/ ইলেক্ট্রিশিয়ান ট্রেডে এক বছরের আইটিআই সার্টিফিকেট।
শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ১০ সেপ্টেম্বর ২০২৪ তারিখের হিসেবে।
আলিপুরদুয়ারে স্বাস্থ্যকর্মী নিয়োগ
শারীরিক মাপজোকঃ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৭০ সেন্টিমিটার, বুকের ছাতির মাপ না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৮০-৮৫ সেন্টিমিটার।
মহিলা প্রার্থীদের ন্যূনতম উচ্চতা হতে হবে ১৫৭ সেন্টিমটার। তপশিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৬২.৫ সেন্টিমিটার,
বুকের ছাতি না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৭৬-৮১ সেন্টিমিটার।
মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৫০ সেন্টিমিটার। সবক্ষেত্রেই উচ্চতার সঙ্গে সামঞ্জস্য রেখে ওজন হতে হবে।
উচ্চমাধ্যমিক যোগ্যতায় কাজের সুযোগ
প্রার্থী বাছাই পদ্ধতিঃ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, লেখা পরীক্ষা,
ট্রেড টেস্ট ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদনের ফিঃ ১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।
আবেদনের পদ্ধতিঃ https://recruitment.itbpolice.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।
প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।
অনলাইন আবেদন করা যাবে ১০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। ITBP Constable Recruitment 2024