ইন্দো-টিবেটান বর্ডার পুলিশে কনস্টেবল নিয়োগ

169
0
ITBP Head Constable Recruitment 2024

ইন্দো-টিবেটান বর্ডার পুলিশে হেড কনস্টেবল (মোটর মেকানিক) এবং কনস্টেবল (মোটর মেকানিক) পদে নিয়োগ করা হবে। ITBP Head Constable Recruitment 2024

শূন্যপদের বিন্যাসঃ হেড কনস্টেবল (মোটর মেকানিক)- ৭ (অসংরক্ষিত ২, তপশিলি উপজাতি ৩, ওবিসি ১, ইডব্লুএস ১)।

কনস্টেবল (মোটর মেকানিক)- ৪৪ (অসংরক্ষিত ১৭, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ৭, ওবিসি ৭, ইডব্লুএস ৬)।

যোগ্যতাঃ হেড কনস্টেবলঃ কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট থেকে ১০+২ পাশ সঙ্গে মোটর মেকানিক সার্টিফিকেট থাকতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

কনস্টেবলঃ কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট থেকে মাধ্যমিক বা সমতুল পাশ। সংশ্লিষ্ট ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সার্টিফিকেট এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

ঝাড়গ্রামে স্টেনোগ্রাফার নিয়োগ

বয়সঃ বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

বেতনঃ হেড কনস্টেবল পদে লেভেল ৪ অনুযায়ী ২৫৫০০-৮১১০০ টাকা এবং কনস্টেবল পদে লেভেল ৩ অনুযায়ী ২১৭০০-৬৯১০০ টাকা।

আবেদনের পদ্ধতিঃ https://recruitment.itbpolice.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। প্রার্থীরা বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

দশম শ্রেণি যোগ্যতায় আশা কর্মী নিয়োগ

অনলাইন আবেদন করা যাবে ২৪ ডিসেম্বর ২০২৪ তারিখ থেকে ২২ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত। ITBP Head Constable Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

কোস্টগার্ডে ১৪০ অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট