আইটিবিপিতে মাধ্যমিক পাশ হেড কনস্টেবল

schedule
2023-06-06 | 07:15h
update
2023-06-06 | 07:15h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্সে হেড কনস্টেবল পদে ৮১ জন নিয়োগ করা হবে। ITBP Recruitment 2023

নিচের যোগ্যতার মহিলা প্রার্থীরাই কেবলমাত্র আবেদন করতে পারবেন।

যোগ্যতা: দশম শ্রেণি বা সমতুল পাশ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে অক্সিলিয়ারি নার্সিং মিডওয়াইফারি কোর্স পাশ।

সেন্ট্রাল গভর্নমেন্ট নার্সিং কাউন্সিল বা স্টেট গভর্নমেন্ট নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে।

পূর্ব বর্ধমানে কাজের সুযোগAMP

বয়স: ৮ জুলাই ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

Advertisement

বেতন: লেভেল ৪ অনুযায়ী ২৫৫০০-৮১১০০ টাকা।

শূন্যপদের বিন্যাস: ৮১ (অসংরক্ষিত ৩৪, ওবিসি ২২, তপশিলি জাতি ১২, তপশিলি উপজাতি ৬, ইডব্লুএস ৭)।

রাজ্যে এডুকেশন সুপারভাইজার নিয়োগAMP

শারীরিক মাপজোক: উচ্চতা হতে হবে ১৫৭ সেন্টিমিটার। গোর্খা, গারোয়াল, কুমায়ুনমারাঠা, হিমাচল প্রদেশ, আসাম,

কাশ্মীর ও লাদাখের প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১৫৫ সেন্টিমিটার। অরুনাচল প্রদেশ, মনিপুর, মেঘালয়, মিজরোম, নাগাল্যান্ড,

সিকিম ও ত্রিপুরার প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১৫২.৫ সেন্টিমিটার। সবক্ষেত্রেই উচ্চতার সঙ্গে সামঞ্জস্য রেখে ওজন হতে হবে।

দৃষ্টিশক্তি: কাছের দৃষ্টি ভালো চোখে এন৬, খারাপ চোখে এন৯। দূরের দৃষ্টি ভালো চোখে ৬/৬, খারাপ চোখে ৬/৯।

হলদিয়া রিফাইনারি হাসপাতালে কর্মী নিয়োগAMP

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট,

মেডিক্যাল টেস্ট এবং নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের পদ্ধতি: www.recruitment.itbpolice.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। আবেদনের কোনো ফি দিতে হবে না।

অনলাইন আবেদন করা যাবে ৯ জুন থেকে ৮ জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত।

নোটিসটি ডাউনলোড করতে ক্লিক করুন

 

ITBP Recruitment 2023

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.04.2024 - 22:39:22
Privacy-Data & cookie usage: