ইন্দো-টিবেটান বর্ডার পুলিশে স্টেনোগ্রাফার নিয়োগ

1457
0
ITBP Constable Recruitment 2023

ইন্দো-টিবেটান বর্ডার পুলিশে ২১ জন স্টেনোগ্রাফার নিয়োগ করা হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ৮ জুন ২০২২ তারিখ ৭ জুলাই ২০২২ তারিখ রাত ১১.৫৯ পর্যন্ত (itbp stenographer recruitment 2022)।

শূন্যপদ: অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর-স্টেনোগ্রাফার (পুরুষ): ১৯ (অসংরক্ষিত ৭, তপশিলি জাতি ২, ওবিসি ৮, ইডব্লুএস ২)।

অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর-স্টেনোগ্রাফার (মহিলা): ২ (অসংরক্ষিত ১, ওবিসি ১)।

বেতনক্রম: লেভেল ৫ অনুযায়ী ২৯২০০-৯২৩০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২২ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে (২ জানুয়ারি ১৯৯৭ সালের আগে জন্মগ্রহণ করলে আবেদন করতে পারবেন না)। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

সিডিএস পরীক্ষার মাধ্যমে আর্মি, এয়ারফোর্স, নেভিতে নিয়োগের বিস্তারিত খবরটি দেখতে ক্লিক করুন

যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারমিডিয়েট বা সিনিয়র সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পাশ। প্রতি মিনিটে ৮০ শব্দের গতিতে ১০ মিনিটে ডিকটেশন নিতে হবে এবং কম্পিউটারে ইংরেজিতে ৫০ মিনিটে অথবা হিন্দিতে ৬৫ মিনিটে ট্র্যান্সক্রাইপ করতে হবে।

আবেদনের ফি: ১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.recruitment.itbppolice.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ৮ জুন ২০২২ তারিখ ৭ জুলাই ২০২২ তারিখ রাত ১১.৫৯ পর্যন্ত (itbp stenographer recruitment 2022)।

নোটিসটি দেখতে ক্লিক করুন