জলপাইগুড়িতে স্বাস্থ্যকর্মী নিয়োগ

799
0
Jalpaiguri Govt Jobs 2024

জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে কাউন্সেলর, হাউস ফাদার এবং প্যারা মেডিক্যাল স্টাফ পদে নিয়োগ করা হবে। হাউস ফাদার পদটির জন্য কেবলমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। মেমো নম্বর: ১৩। Jalpaiguri Govt Jobs 2024

যোগ্যতা, বয়স ও বেতন: কাউন্সেলর: সোশ্যাল ওয়ার্ক/ সোশিওলজি/ সাইকোলজি/ পাবলিক হেলথ/ কাউন্সেলিংয়ে গ্র্যাজুয়েট

অথবা কাউন্সেলিং অ্যান্ড কমিউনিকেশন পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা।

কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। কোনো সরকারি দপ্তর বা এনজিওতে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স হতে হবে ২৪-৪০ বছরের মধ্যে। বেতন প্রতি মাসে ২৩১৭০ টাকা।

হাউস ফাদার (পুরুষ): উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ। চাইল্ড কেয়ার প্রোগ্রাম বা ইনস্টিটিউশনে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে। বেতন প্রতি মাসে ১৪৫৬৪ টাকা।

প্যারা মেডিক্যাল স্টাফ: উচ্চমাধ্যমিক পাশ এবং নার্সিং/ ফার্মাসিতে ডিপ্লোমা। সংশ্লিষ্ট ফিল্ডে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন প্রতি মাসে ১২০০০ টাকা।

সবক্ষেত্রেই ৫ জানুয়ারি ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। www.jalpaiguri.gov.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স, দুটি পোস্টেজ স্ট্যাম্প সহ নিজের নাম ঠিকানা লেখা খাম ‘District Child Protection Unit, Collectorate Building, jalpaiguri’ ঠিকানায় রাখা ড্রপ বাক্সে জমা করা যাবে বা  জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে ডাকযোগে পাঠানো যাবে।

আবেদনপত্র ও অন্যান্য নথি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে ২৪ জানুয়ারি ২০২৪ তারিখ বিকাল ৫টার মধ্যে।