ঝাড়গ্রামে আশাকর্মী

1247
0
asha karmi recruitment 2023

পশ্চিমবঙ্গ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অধীন ঝাড়গ্রাম মহকুমার আটটি ব্লকে আশাকর্মী নিয়োগ করা হবে (Jhargram Asha Karmi recruitment)।

যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণা/ অনুত্তীর্ণা। কেবলমাত্র বিবাহিতা/ বিধবা/ আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্না মহিলারা আবেদন করতে পারবেন।

যে গ্রামের/ এলাকায় আবেদন করবেন সেই গ্রামগুলির মধ্যে যে কোন একটি গ্রামের সাধারণ বাসিন্দা অর্থাৎ আশা সার্ভিস এরিয়ার বা আশা ভ্যাকেন্সি এরিয়ার সাধারণ বাসিন্দা হতে হবে।

বয়স: ১ জানুয়ারি ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩০-৪০ বছরের মধ্যে, তপশিলি জাতি/ উপজাতি মহিলাদের ক্ষেত্রে বয়স হতে হবে ২২-৪০ বছরের মধ্যে।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। https://jhargram.gov.in/ ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স এবং ২২ টাকার ডাকটিকিট লাগানো নিজের নাম ঠিকানা লেখা একটি বড় অফিস খাম সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন অফিসে জমা করতে হবে।

পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি পৌঁছতে হবে ১৫ মে ২০২৩ তারিখ বিকাল ৪টের মধ্যে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য www.jhargram.gov.in এবং www.wbhealth.gov.in ওয়েবসাইট থেকে জানা যাবে।

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

 

দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন

 

আরও খবর

আলিপুরদুয়ারে নার্স, মেডিক্যাল অফিসার

 

ইসরোতে অ্যাসিস্ট্যান্ট

বিএসএফে হেড কনস্টেবল নিয়োগ