Site icon জীবিকা দিশারী

দশম শ্রেণি যোগ্যতায় আশাকর্মী নিয়োগ

Asha Karmi Recruitment 2024

পশ্চিমবঙ্গ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অধীন ঝাড়গ্রাম মহকুমার চারটি ব্লকে আশাকর্মী নিয়োগ করা হবে। Jhargram Asha Karmi Recruitment

যোগ্যতাঃ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণা/অনুত্তীর্ণা।

কেবলমাত্র বিবাহিতা/ বিধবা/ আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্না মহিলারা আবেদন করতে পারবেন।

যে গ্রামের/এলাকায় আবেদন করবেন সেই গ্রামগুলির মধ্যে যে কোন একটি গ্রামের সাধারণ বাসিন্দা

অর্থাৎ আশা সার্ভিস এরিয়ার বা আশা ভ্যাকেন্সি এরিয়ার সাধারণ বাসিন্দা হতে হবে।

সিডস কর্পোরেশনে কর্মী নিয়োগ

বয়সঃ ১ জানুয়ারি ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩০-৪০ বছরের মধ্যে,

তপশিলি জাতি/ উপজাতি মহিলাদের ক্ষেত্রে বয়স হতে হবে ২২-৪০ বছরের মধ্যে।

সঙ্গীত নাটক অ্যাকাডেমিতে কাজের সুযোগ

আবেদনের পদ্ধতিঃ আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। https://jhargram.gov.in এবং www.wbhealth.gov.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

বিএসএনএলে কর্মী নিয়োগ

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স এবং ৫টাকার ডাকটিকিট লাগানো নিজের নাম ঠিকানা লেখা একটি বড় খামসহ সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন অফিসে আবেদনপত্র জমা করতে হবে।

পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি ৫ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে।

ভারত ইলেক্ট্রনিক্সে ইঞ্জিনিয়ার নিয়োগ

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে। Jhargram Asha Karmi Recruitment

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

 

Exit mobile version