অষ্টম শ্রেণি যোগ্যতায় ঝাড়গ্রাম জেলা আদালতে নিয়োগ

2573
0
jhargram district court recruitment 2022

ঝাড়গ্রাম জেলা ও দায়রা জজ আদালতে (অফিস অব দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেসন জাজ, ঝাড়গ্রাম) ৫৫ জন ইংলিশ স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার, (Jhargram district court recruitment 2022)

পিওন/ নাইট গার্ড এবং স্যুইপার (কর্মবন্ধু) নিয়োগ করা হবে।

নোটিফিকেশন নম্বর: 02/RC-21.

শূন্যপদ: ইংলিশ স্টেনোগ্রাফার (গ্রুপ বি): ১, লোয়ার ডিভিশন ক্লার্ক (গ্রুপ সি): ২২, প্রসেস সার্ভার (গ্রুপ সি): ১, পিওন/ নাইট গার্ড (গ্রুপ ডি): ২৮, স্যুইপার (কর্মবন্ধু): ৩।

বয়সসীমা: ইংলিশ স্টেনোগ্রাফার পদে বয়স হতে হবে ১৮-৩৯ বছরের মধ্যে। অন্যান্য পদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর।

সিডিএস পরীক্ষার মাধ্যমে আর্মি, এয়ারফোর্স, নেভিতে নিয়োগের বিস্তারিত খবরটি দেখতে ক্লিক করুন

সবক্ষেত্রেই ১ জুলাই ২০২১ তারিখের হিসেবে বয়স সম্পূর্ণ হতে হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: ইংলিশ স্টেনোগ্রাফার: মাধ`মিক বা সমতুল পাশ সঙ্গে কম্পিউটার ট্রেনিং ও শর্টহ্যান্ডে সার্টিফিকেট থাকতে হবে।

প্রতি মিনিটে ৮০ শব্দের গতিতে শর্টহ্যান্ড এবং প্রতি মিনিটে ৩০ শব্দের গতিতে টাইপ করতে হবে।

লোয়ার ডিভিশন ক্লার্ক: মাধ্যমিক বা সমতুল পাশ সঙ্গে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে, কম্পিউটারে কাজ চালানোর মতো দক্ষতা এবং টাইপিং জানতে হবে।

প্রসেস সার্ভার: অষ্টম শ্রেণি বা সমতুল পাশ সঙ্গে কম্পিউটারের বেসিক জ্ঞান বাঞ্ছনীয়।

পিওন/ নাইট গার্ড (গ্রুপ ডি): অষ্টম শ্রেণি পাশ। কম্পিউটারের বেসিক জ্ঞান বাঞ্ছনীয়।

স্যুইপার (কর্মবন্ধু): বাংলা লিখতে ও পড়তে জানতে হবে।

আবেদনের ফি: ইংলিশ স্টেনোগ্রাফার পদে আবেদনের ফি ৮০০ টাকা, তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৬০০ টাকা।

লোয়ার ডিভিশন ক্লার্ক ও প্রসেস সার্ভার পদে আবেদনের ফি ৭০০ টাকা, তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ৫০০ টাকা।

পিওন/ নাইট গার্ড ও স্যুইপার/ কর্মবন্ধু পদে আবেদনের ফি ৬০০ টাকা, তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৪০০ টাকা।

ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিং/ ইউপিআইয়ের মাধ্যমে আবেদনের ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতি: https://districts.ecourts.gov.in/jhargram অথবা https://jhargram.gov.in/

ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ১০ জুন ২০২২ তারিখ রাত ১১টা পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (Jhargram district court recruitment 2022)।

 

নোটিসটি দেখতে ক্লিক করুন