ঝাড়গ্রামে জেলায় ১৬ ডাক্তার, ৫৮ নার্স, ৬ টেকনিশিয়ান নিয়োগ

1338
0
WB Health, Health Facility Manager

ঝাড়গ্রাম (Jhargram) জেলায় রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে (Health Recruitment) , টেকনিশিয়ান, নার্স পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর: DH&FWS/JGM/2021/977, Dated : 11.05.2021
শূন্যপদ: ১৬টি মেডিকেল অফিসার, ৫৮টি স্টাফ নার্স, ৩টি সিসি টেকনিশিয়ান, ৩টি ল্যাব টেকনিসিয়ান পদ রয়েছে।
যোগ্যতা:
মেডিকেল অফিসার― এমবিবিএস ও ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে রেজিস্টার্ড হতে হবে। ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী বয়স হতে হবে ৬০-এর মধ্যে।
স্টাফ নার্স― জিএনএম এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে রেজিস্টার্ড হতে হবে। ১ জানুয়ারি, ২০২১-এ বয়স হতে হবে ১৮ থেকে ৪০-এর মধ্যে।
সিসি টেকনিশিয়ান― ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সহ উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে। বয়স হবে ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী ২১ থেকে ৩৯ বছরের মধ্যে।
ল্যাব টেকনিশিয়ান: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সহ উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ, ল্যাব টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে। বয়স হবে ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী ২১ থেকে ৩৯ বছরের মধ্যে।
আবেদন: আগামী ১৭ মে, ২০২১-এর মধ্যে ইমেল করে আবেদন পত্র পাঠাতে হবে। আবেদন পত্রের সঙ্গে প্রয়োজনীয় নথির কপি দিতে হবে।
আবেদন পাঠানোর ইমেল আইডি:
dpcjhargram2018@gmail.com
বিজ্ঞপ্তি সহ আবেদন পত্রের নমুনা পাওয়া যাবে এই লিঙ্কে: ক্লিক করুন