ঝাড়গ্রামে স্বাস্থ্যকর্মী নিয়োগ

schedule
2023-08-16 | 08:33h
update
2023-08-16 | 08:33h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: Ommcom News

ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন ন্যাশনাল হেলথ মিশনে চুক্তির ভিত্তিতে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার,

কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার,

স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার (মেডিসিন, পেডিয়াট্রিক্স, জিঅ্যান্ডও, অপথ্যালমোলজিস্ট),

অ্যাকাউন্ট্যান্ট (আয়ুশ) নিয়োগ করা হবে। মেমো নম্বর: DH&FWS/JGM/2023/1682.

যোগ্যতা ও বয়স: ক্লিনিক্যাল সাইকোলজিস্ট: সাইকোলজি/ ক্লিনিক্যাল সাইকোলজি/ অ্যাপ্লায়েড সাইকোলজিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি

এবং ক্লিনিক্যাল সাইকোলজিতে এমফিল। বয়সের উর্ধ্বসীমা ৪০ বছর।

সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার: মাস্টার অব সোশ্যাল ওয়ার্ক এবং সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কে এমফিল। বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর।

কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (আরবান): অক্সিলিয়ারি নার্সিং মিডওয়াইফারি পাশ এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে।

Advertisement

বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে।

মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার: ফিজিওথেরাপিতে ব্যাচেলর ডিগ্রি সঙ্গে কোনো হাসপাতালে অন্তত দু বছরের কাজের অভিজ্ঞতা।

বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে।

বিশ্বভারতীতে জুনিয়র রিসার্চ ফেলোAMP

ব্লক পাবলিক হেলথ ম্যানেজার: লাইফ সায়েন্সে বিএসসি সঙ্গে ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা।

মাইক্রোসফট অফিসে কাজের দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে।

স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার (মেডিসিন, পেডিয়াট্রিক্স, ডিঅ্যান্ডও, অপথ্যালমোলজিস্ট): এমবিবিএস সঙ্গে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ ডিএনবি/ ডিপ্লোমা।

বয়সের ঊর্ধ্বসীমা ৬২ বছর।

অ্যাকাউন্ট্যান্ট (আয়ুশ): অবসরপ্রাপ্ত সরকারি চাকুরিজীবিরা আবেদন করতে পারবেন। কম্পিউটারের জ্ঞান থাকতে হবে,

শারীরিক এবং মানসিক দিক থেকে সুস্থ হতে হবে।

সবকটি পদের ক্ষেত্রেই প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্থানীয় ভাষার জ্ঞান থাকতে হবে।

সবক্ষেত্রেই ১ জানুয়ারি ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

মাধ্যমিক যোগ্যতায় রাজ্য পুলিশে চাকরিAMP

বেতন: ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রি সোশ্যাল ওয়ার্কার পদে প্রতি মাসে ৩০০০০ টাকা।

কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে ১৩০০০ টাকা। মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার পদে ১৮০০০ টাকা।

ব্লক পাবলিক হেলথ ম্যানেজার পদে ৩৫০০০ টাকা। স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার পদে প্রতি দিনের হিসেবে ৩০০০ টাকা।

আবেদনের ফি: ১০০ টাকা। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি ৫০ টাকা।

আবেদনের পদ্ধতি: www.wbhealth.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

উচ্চমাধ্যমিক যোগ্যতায় স্টেনো নিয়োগAMP

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২০ আগস্ট ২০২৩ তারিখ পর্যন্ত।

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

 

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.05.2024 - 02:21:28
Privacy-Data & cookie usage: