Site icon জীবিকা দিশারী

উচ্চমাধ্যমিক যোগ্যতায় ঝাড়গ্রামে নিয়োগ

Jhargram Recruitment 2024

ঝাড়গ্রাম জেলার চাইল্ড প্রোটেকশন ইউনিটে চুক্তির ভিত্তিতে পিও (এনআইসি), অ্যাকাউন্ট্যান্ট, Jhargram Recruitment 2024

অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর এবং সোশ্যাল ওয়ার্কার পদে নিয়োগ করা হবে। মেমো নম্বরঃ 399/DCPU-136/R-1/JGM/24-25.

পারিশ্রমিকঃ পিও (এনআইসি) পদে প্রতি মাসে ২৭৮০৪ টাকা, অ্যাকাউন্ট্যান্ট পদে ১৮৫৩৬ টাকা,

অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর পদে ১৩২৪০ টাকা এবং সোশ্যাল ওয়ার্কার পদে ১৮৫৩৬ টাকা।

বয়সঃ পিও পদে বয়স হতে হবে ১৮-৪৫ বছরের মধ্যে। অন্যান্য পদে বয়স হতে হবে ১৮-৩৫ বছরের মধ্যে।

সবক্ষেত্রেই ১ ডিসেম্বর ২০২৪ তারিখের হিসেবে বয়স সম্পূর্ণ হতে হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতাঃ পিওঃ সোশ্যাল ওয়ার্ক/ সোশিওলজি/ চাইল্ড ডেভেলপমেন্ট/ হিউম্যান রাইটস পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন/ সাইকোলজি/ সাইকিয়াট্রি/ল/

পাবলিক হেলথ/ কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা

সোশ্যাল ওয়ার্ক/ সোশিওলজি/ চাইল্ড ডেভেলপমেন্ট/ হিউম্যান রাইটস পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন/

সাইকোলজি/ সাইকিয়াট্রি/ ল/ পাবলিক হেলথ/ কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্টে স্নাতক সঙ্গে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অ্যাকাউন্ট্যান্টঃ কমার্স/ ম্যাথমেটিক্সে গ্র্যাজুয়েট সঙ্গে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাততে হবে।

বিএসএফে নিয়োগ

অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটরঃ দ্বাদশ শ্রেণি পাশ কম্পিউটারে ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে।

সোশ্যাল ওয়ার্কারঃ যে কোনো শাখায় স্নাতক। সোশ্যাল ওয়ার্ক/ সোশিওলজি/ সোশ্যাল সায়েন্সে স্নাতক হলে অগ্রাধিকার।

সবক্ষেত্রেই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে পাশ করে থাকতে হবে।

উচ্চমাধ্যমিক যোগ্যতায় পূর্ব বর্ধমানে নিয়োগ 

প্রার্থী বাছাই পদ্ধতিঃ লেখা পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ভাইভা ভোসির মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের পদ্ধতিঃ আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে।

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে

DM Office DCPU Section (Room No-209) 2nd Floor, Office of the District Magistrate, Jhargram ঠিকানায়।

পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে ২৪ ডিসেম্বর ২০২৪ তারিখ সন্ধ্যে ৬টার মধ্যে।

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে https://jhargram.gov.in ওয়েবসাইট থেকে। Jhargram Recruitment 2024

দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন

 

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

 

সুপ্রিম কোর্টে কর্মী নিয়োগ

 

Exit mobile version