জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে নন-টিচিং স্টাফ নিয়োগ

847
0
JMI recruitment 2023

জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ২৪০টি শূন্যপদে নন-টিচিং স্টাফ নিয়োগ করা হবে। (JMI recruitment 2023)

বিজ্ঞপ্তি নম্বর: 01/2023-24 (NT) Dated 29.04.2023.

শূন্যপদ: ডেপুটি রেজিস্ট্রার: ২, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার: ৪, সেকশন অফিসার ৪, অ্যাসিস্ট্যান্ট: ৬, আপার ডিভিশন ক্লার্ক: ১০,

লোয়ার ডিভিশন ক্লার্ক: ৭০, মাল্টি টাস্কিং স্টাফ: ৬০, প্রাইভেট সেক্রেটারি: ১, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট: ৮,

স্টেনোগ্রাফার: ১৯, ল্যান্ড রেকর্ড সুপারিন্টেনডেন্ট: ১, ল্যান্ড রেকর্ড কিপার: ১, প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট: ১, সেমি-প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট: ৮,

অ্যাসিস্ট্যান্ট কনসারভেশনিস্ট: ১, লাইব্রেরি অ্যাটেন্ড্যান্ট: ৩, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট: ১, প্রোগ্রামার: ১, সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট: ১১,

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট: ৬, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট: ৪, ল্যাবরেটরি অ্যাটেন্ড্যান্ট: ২, সিনিয়র স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট: ১, কুকু: ১,

সুপারিন্টেনডেন্ট ইঞ্জিনিয়ার: ১, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল): ১, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেক্ট্রিক্যাল: ১,

জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল): ৬, জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল): ২, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর- ফিজিক্যাল এডুকেশন: ১, স্পোর্টস কোচ: ১,

ইনস্ট্রাক্টর উর্দু কোর্স: ১, এভালুয়েটর উর্দু কোর্স: ১।

বাঁকুড়ায় আশাকর্মী নিয়োগ

আবেদনের ফি: গ্রুপ এ পোস্টের জন্য ৮০০ টাকা এবং গ্রুপ বি ও সি পোস্টের জন্য আবেদনের ফি ৫০০ টাকা। অনলাইন আবেদনের ফি দিতে হবে।

ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর: ৬৮২০১৩৮৭১৬, আইএফএসসি: IDIB000J029

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। https://www.jmi.ac.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

কলকাতা পুরসভায় নিয়োগ

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স 2nd Floor, Registrar’s Office, Jamia Milia Islamia, Maulana Mohamed Ali Jauhar Marg, Jamia Nagar, New Delhi- 110025 ঠিকানায় পৌঁছতে হবে ৩১ মে ২০২৩ তারিখের মধ্যে।

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য ১৭৯২ শিক্ষক পদে নিয়োগ