মালদহে কর্মী নিয়োগ

281
0
Jobs in Malda

মালদা জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের অধীন এসটি বয়েস সেন্ট্রাল হোস্টেলে সুপারিন্টেনডেন্ট, কেয়ারটেকার (পুরুষ), Jobs in Malda

কুক, হেল্পার, দারওয়ান কাম নাইট গার্ড, কর্মবন্ধু (পার্ট টাইম) পদে কর্মী নিয়োগ করা হবে। মেমো নম্বরঃ 1507/BCW (MLD)

পারিশ্রমিকঃ সুপারিন্টেনডেন্ট পদে প্রতি মাসে ১৫০০০ টাকা, কেয়ারটেকার পদে ৯০০০ টাকা, কুক পদে ৭০০০ টাকা,

দারওয়ান কাম নাইট গার্ড পদে ৬০০০ টাকা এবং কর্মবন্ধু ও হেল্পার পদে প্রতি মাসে ৫০০০টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে।

যোগ্যতাঃ সুপারিন্টেনডেন্ট পদের ক্ষেত্রে স্নাতক পাশ। কেয়ারটেকার পদে মাধ্যমিক পাশ। অন্যান্য পদগুলির ক্ষেত্রে অষ্টম শ্রেণি পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

প্রার্থীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।

প্রার্থী বাছাই পদ্ধতিঃ সুপারিন্টেনডেন্ট ও কেয়ারটেকার পদে লেখা পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

লেখা পরীক্ষায় থাকবে জেনারেল ইংলিশ, বাংলা, এলিমেন্টারি অ্যারিথমেটিক এবং জেনারেল নলেজ। লেখা পরীক্ষায় থাকবে ১০০ নম্বর আর ইন্টারিভউতে থাকবে ২৫ নম্বর।

অন্যান্য পদগুলির ক্ষেত্রে লেখা পরীক্ষা হবে না শুধু ওয়াক-ইন-ইন্টারভিউ হবে।

ব্যাঙ্কে স্নাতক যোগ্যতায় কর্মী নিয়োগ

বয়সঃ ১ জানুয়ারি ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

কলকাতায় নার্স নিয়োগ

আবেদনের পদ্ধতিঃ আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স ১২ ডিসেম্বর ২০২৪ তারিখ বিকেল ৪টের মধ্যে পৌঁছতে হবে

The office of the Project Officer cum District Welfare officer, Backward Classes Welfare & Tribal Development, Malda,

Cemetery Road Near BT College, PO Malda, PS English Bazar, Dist: Malda, PIN- 732101 ঠিকানায়। উক্ত ঠিকানায় রাখা ড্রপ বাক্সেও আবেদনপত্র জমা করা যাবে। Jobs in Malda

দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন

 

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

রাজ্য বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশনে কর্মী নিয়োগ